বিশেষ অধিকার ক্ষুণ্ন : এমপি হারুনের নোটিস নাকচ করলেন স্পিকার

আগের সংবাদ

ঢাকার তৃণমূলে আ.লীগের পদ পেলেন ৫৪ হাজার কর্মী : থানা-ওয়ার্ডে পদ পাচ্ছেন আরো সাড়ে ১২ হাজার > সংগঠন গোছাতে মাঠ চষে বেড়াচ্ছেন নগর নেতারা

পরের সংবাদ

স্বপ্ন দেখায় পদ্মা সেতু

প্রকাশিত: জুন ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

এপার ছিল আঁধার ঢাকা ছিল নিকষ কালো,
ওপার ছিল রূপ ঝলোমল দিনের মতো আলো।

ঝড়ের রাতে বন্ধ ছিল সব পারাপার খেয়া,
অসুস্থ বাপ কাঁপছিল খুব যায়নি ঢাকায় নেয়া।

বাপ মরেছে কষ্টটা ঠিক বুঝবে না তো কেউ,
পদ্মা নদীর মতই আমার বুকেও উথাল ঢেউ।

বুক ভেঙেছে মন ভেঙেছে লাগবে কি আর জোড়া,
কবে হবে পদ্মা সেতু স্বপ্ন দিয়ে মোড়া?

স্বপ্ন না কি সত্যি হবে পাড়ার লোকে কয়,
এতো দিন তো আমার ছিল হাজারটা সংশয়।

সেদিন দেখি পদ্মা-বুকে ঢেউয়ের মাতামাতি,
তার উপরে সেতু এমন, জ্বলছে হাজার বাতি।

দেখছি যা তা সত্যি কি না চিমটি কেটে দেখি,
বাংলাদেশের এই ইতিহাস নতুন করে লেখি।

উন্নয়নের লাগছে ছোঁয়া সহস্র রং রেখায়,
পদ্মা সেতু নতুন দিনের স্বপ্ন হাজার দেখায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়