সেন্ট লুসিয়ায় ধীরে এগুগোচ্ছে উইন্ডিজ

আগের সংবাদ

বিধ্বস্ত শহরে ভূতুড়ে নিস্তব্ধতা : আদালতের নিয়মিত বিচারকাজ বন্ধ > অফিসপাড়া নিথর > বন্ধ হাসন রাজা মিউজিয়াম > পথে পথে ক্ষতচিহ্ন

পরের সংবাদ

দক্ষিণ আফ্রিকা : নাইট ক্লাবে ২২ লাশ উদ্ধার ‘রহস্যাবৃত’, বলছে পুলিশ

প্রকাশিত: জুন ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ইস্ট লন্ডনের সিনারি পার্ক এলাকায় নাইট ক্লাবে মৃতেরা প্রায় প্রত্যেকেই ১৮ থেকে ২০ বছর বয়সির মধ্যে। কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে। ক্লাবের টেবিল-চেয়ার-মেঝেতে সর্বত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে একের পর এক নিথর দেহ। কমপক্ষে ২২টি। সকলেই কম বয়সি। গতকাল রবিবার ভোর হতেই দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনের এক নাইট ক্লাবে একসঙ্গে এতজনের দেহ পড়ে থাকতে দেখা গেল। কীভাবে তাদের মৃত্যু হলো, তা এখনো স্পষ্ট নয়। বিষক্রিয়া না পদপিষ্ট হওয়ায় তারা মারা গেলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্রিগেডিয়ার টেমবিনকোসি কিনানা নামে প্রশাসনের এক কর্মকর্তা জানান, স্থানীয় লোকজন সিনারি পার্কের ঘটনা নিয়ে পুলিশে খবর দেন। গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইস্ট লন্ডন শহরের সিনারি পার্ক এলাকায় নাইট ক্লাবে মৃতেরা প্রায় প্রত্যেকেই ১৮ থেকে ২০ বছর বয়সির মধ্যে। কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছেন। নাইট ক্লাবে পড়ে থাকা দেহগুলোতে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে পদপিষ্ট হয়ে মৃত্যুর সম্ভাবনা কম বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।
যদিও বিষাক্ত কিছু সেবনের ফলেই এই ঘটনা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।
গত রবিবার সকাল হতে না হতেই একসঙ্গে এতজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নাইট ক্লাবের বাইরে ভিড় করতে থাকেন স্থানীয়রা। কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিবার-আত্মীয়স্বজনরা। পরিজনদের নাম ধরে চিৎকার করতে করতে নাইট ক্লাবে ঢোকার জন্য পুলিশের কাছে অনুরোধ করতে থাকেন তারা। তবে তদন্তের স্বার্থে ঘটনাস্থলে তাদের ঢোকার অনুমতি দেয়নি পুলিশ। কীভাবে একসঙ্গে এতজন কমবয়সির মৃত্যু হলো, তা জানার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়