জীবনতো কেটে গেল পূর্বপুরুষের মত করে চাষাবাদ
এ ফসল পচে গলে রাজধানীর মানুষের কাছে গেলে
সিংহভাগ না হলেও কিছুটা শ্রমের দাম পাবো আশাবাদ
তবুও সামান্য জীবন বাঁচার মতন কিছু অর্থ যদি মেলে।
সেইতো সুদীর্ঘকাল হতে বঞ্চিত বৃহৎ এক জনগোষ্ঠী
খাদ্য বস্ত্র ছাড়া আরো যে আছে তিন মৌলিক অধিকার
সবটা মেটে না তাই রয়ে যায় মনে মনে ক্ষোভ-অসন্তুষ্টি
তবুও নিরাশ নই, থেমে নেই জীবনের সংগ্রাম আমার।
স্বাধীনতার অর্ধশতাব্দী পর পদ্মার বুকে আশাবাদ জাগে
সুবর্ণ-রেখার মতো স্বপ্নের স্ফূরণে নতুন আলোর দোলা লাগে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।