ওমর সানীকে গুলি করার হুমকি জায়েদ খানের

আগের সংবাদ

সংবাদ সম্মেলনে বিজিএমইএ : পাচার হওয়া অর্থ দেশে আনার প্রস্তাবে সমর্থন

পরের সংবাদ

অভিশাপ দেব না

প্রকাশিত: জুন ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কঙ্কাবতী তুমি বলেছিলে- আমি যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারব, সেদিন যেন তোমার সামনে এসে দাঁড়াই। বিশ্বাস কর কঙ্কাবতী, পদে পদে বারবার হোঁচট খাওয়ার পরও, অদৃশ্য দেয়াল ধরে দাঁড়াবার চেষ্টা করেছি। তুমি তো সবই জানো, অগোছালো জীবন আমার। নিজেকে শো-পিসের মতো করে সাজাতে হয়তো একটু সময় লেগেছে। নিজের পায়ে দাঁড়িয়েছি, জীবনকে গুছিয়েছি। তুমি সবসময় বলতে, আমি নাকি সহজ-সরল। আমি যেন আরো একটু শক্ত হই। আমি এখন অনেক শক্ত হয়েছি- দুঃখ, কষ্ট, ব্যথা আমাকে স্পর্শ করতে পারে না। তুমি আমার সঙ্গে যা করলে, ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারি বা পারতাম। একটি বারের জন্যও তোমাকে জিজ্ঞাস করিনি আমার সঙ্গে কেন বিশ্বাঘাতকতা করলে? কঙ্কবতী তুমি ছিলে আমার দারুচিনি দ্বীপের রানি। জীবনটাকে দেয়ালে টাঙানো পেন্টিংয়ের মতো করে তোমায় নিয়ে রাঙাতে চেয়েছিলাম। আমি তোমাকে অভিশাপ দিব না, ঈশ্বরের কাছে বিচারও দিব না, শুধু অনুরোধ করব। আমার মতো করে অন্য কাউকে জ¦ালিয়ে পুড়িয়ে মেরো না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়