নতুন রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি

আগের সংবাদ

অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার : অভিযানে বন্ধ অনেক প্রতিষ্ঠান

পরের সংবাদ

নিম্নমুখী ভারতের গম উৎপাদন

প্রকাশিত: মে ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : চলতি বছর ভারতে গম উৎপাদন কমার আশঙ্কা তৈরি হয়েছে। শস্যটির ফলন আসার উপযুক্ত সময়ে আবাদি অঞ্চলগুলোয় হঠাৎ তাপমাত্রা বেড়ে যায়। এ কারণে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে। সম্প্রতি দেশটির কৃষি মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। বছর শেষে দেশটির গম উৎপাদন ১০ কোটি ৬৪ লাখ ১০ হাজার টনে নামতে পারে, যা আগের প্রাক্কলনের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ কম। ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ গম উৎপাদক। এর আগে দেশটির সংশ্লিষ্টরা চলতি বছরের জন্য ১১ কোটি ১৩ লাখ ২০ হাজার টন গম উৎপাদনের প্রাক্কলন করেছিলেন। উৎপাদন ও সরকারের গম সংগ্রহ ৫০ শতাংশ কমে যাওয়ায় নয়াদিল্লি বাধ্য হয়ে শস্যটির রপ্তানি বন্ধ ঘোষণা করে। ব্যবসায়ীদের প্রাক্কলন অনুযায়ী, চলতি বছর ভারতের গম উৎপাদন কমে প্রায় ১০ কোটি টনে নামতে পারে। স্পট মার্কেটে নিম্নমুখী সরবরাহের ভিত্তিতে তারা এ প্রাক্কলন করেছেন। এদিকে ২০২১-২২ মৌসুমের জন্য চাল উৎপাদন পূর্বাভাস বাড়িয়েছে ভারত। উৎপাদনের পরিমাণ ধরা হয়েছে ১২ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টন। এর আগের প্রাক্কলনে ১২ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টন উৎপাদনের কথা বলা হয়েছিল। কৃষি মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়