এডিটরস গিল্ড বাংলাদেশের নিন্দা

আগের সংবাদ

পারাপারে প্রস্তুত স্বপ্নের সেতু : প্রধানমন্ত্রী সময় দিলেই উদ্বোধন, ১৫ দিনের মধ্যে শতভাগ প্রস্তুত হবে সড়কপথ

পরের সংবাদ

পরম্পরার চোখ

প্রকাশিত: মে ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আপাতত রাতের নির্জনতা আর বিষণ্নস্বভাবী মেয়েটিকে
আমার গিটারের তারে বেঁধে রাখছি-
পথে জমে থাকা ঝরা পাতায় পা ফেলতেই অন্ধকারে
মুখ লুকোচ্ছে প্রায় ধরে ফেলা সুরধ্বনী

রাতজাগা পাখিরা আমাকে দেখছে
গলাগলি করে দাঁড়ানো বৃক্ষদল
নির্লজ্জের মতো চুম্বনস্পৃহায় ঢলে পড়ছে বুকে
আমি প্রেমিকের সবটুকু বিশ্বাস দিয়ে
স্মৃতির অন্তর্গত গুহায় দৃশ্যগুলো দ্রুত এঁকে ফেলছি

আমার শহরে পানশালা চালায় কিছু হৃদয়হীন মানুষ
একটা ভালোবাসার গানের জন্য মধ্যরাত কী খুব বেশি সময়?
তারা আমাকে টেবিলজুড়ে পানপাত্র জমাতে দেবে না
অথচ এক চুমুকে খালি করে ফেলার পরও ভেতরে জমে থাকে
মুক্তোদানার মতো বরফের জ¦লজ¦ল করে ওঠা কুচি!

সেখানে পরম্পরার চোখ মুগ্ধ হয়ে আমাকে দেখে-

জীবনের সচেতন সময় আমাকে স্বপ্ন দেখাতে ভুলে গেছে
আমি আকণ্ঠ পান করে একটা গানের দৃশ্যকাব্য লিখতে চাই
এই যে আবছা দৃষ্টি মেলে বিশ্বাসের দরজায় প্রায় পৌঁছে গেছি
যা রেখে যাব সব তোমাদের, এক নতুন যাত্রার বিষয়আশয়!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়