বাটলার ঝড়ে বিধ্বস্ত দিল্লি

আগের সংবাদ

চাঁদার হাট নিউমার্কেট-গাউছিয়া

পরের সংবাদ

এবার চুরি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জনপ্রিয় ভিডিও গেম অ্যাক্সি ইনফিনিটিতে গত মাসের সাইবার হামলায় জড়িত উত্তর কোরীয় হ্যাকার চক্র। ল্যাজারাস গ্রুপ হিসেবে পরিচিত গোষ্ঠী গত মাসে ৬২ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার এ তথ্য নিশ্চিত করেছে। উত্তর কোরিয়ার কুখ্যাত এ হ্যাকার চক্রের বিস্তারিত তথ্য পেতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে ফেডারেল রিজার্ভ (ফেড)। অ্যাক্সি ইনফিনিটি হ্যাক করতে গেমটির ব্লকচেইন রোনিনে অনুপ্রবেশ করেছে হ্যাকার দল-
অ্যাক্সি ইনফিনিটি ও রোনিনের ডেভেলপার প্রতিষ্ঠান স্কাই মাভিজ জানায়, তারা হ্যাকিংয়ের বিষয়টি ধরতে পেরেছে। হ্যাকারগোষ্ঠী ৬২ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিতে সক্ষম হয়েছে। বেহাত হওয়া ডিজিটাল সম্পদের মধ্যে আছে ১ লাখ ৭৩ হাজার ৬০০টি ইথারিয়াম টোকেন এবং ২ কোটি ৫৫ লাখ ডলারের কয়েন টোকেন। হ্যাকিংয়ের সময় বেহাত হওয়া ডিজিটাল সম্পদের বাজারমূল্য ছিল ৫৪ কোটি ডলার। তবে গত কয়েক দিনে ক্রিপ্টো মুদ্রাবাজার ঊর্ধ্বমুখী হওয়ায় চুরি হওয়া ওই সম্পদের দাম বেড়ে এখন দাঁড়িয়েছে ৬২ কোটি ৫০ লাখ ডলারে। ব্লকচেইন বিশ্লেষক প্রতিষ্ঠান এলিপ্টিকের দেয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রিপ্টো হ্যাকিংয়ের ঘটনা এটি। অ্যাক্সি ইনফিনিটি হ্যাকিংয়ের সঙ্গে ল্যাজারাস গ্রুপের সংশ্লিষ্টতার বিষয়টি প্রথমে ধরতে পারে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। এক বিবৃতিতে এফবিআই জানায়, আমাদের তদন্ত শেষে নিশ্চিত করতে পেরেছি যে ল্যাজারাস গ্রুপ ও এপিটি৩৮ ৬২ কোটি ডলারের ইথারিয়াম চুরিতে জড়িত। অর্থ মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে মিলে ডিপিআরকের অবৈধ তৎপরতা ঠেকানোর চেষ্টা করছে এফবিআই। স্কাই মাভিজ এক ব্লক পোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়াসকে ধন্যবাদ জানায় এবং চলমান তদন্তে যারা সহায়তা করেছে সবাইকে সাধুবাদ জানায়। নন-ফাঞ্জিবল টোকেন বা এনএফটিনির্ভর গেম ‘অ্যাক্সি ইনফিনিটি’। এনএফটি বাজার পর্যবেক্ষক ‘ক্রিপ্টোস্ল্যাম’-এর তথ্য অনুযায়ী বিক্রির আকারের হিসাবে বিশ্বের বৃহত্তম এনএফটি সংগ্রহ রয়েছে গেমটিতে। ২০১৪ সালে সনি পিকচার্স হ্যাকিং করে গোপনীয় তথ্য বেহাতের মাধ্যমে আলোচনায় এসেছিল ল্যাজারাস গ্রুপ। তখন উত্তর কোরীয় নেতা কিম জং উনকে উপহাস করে বানানো সনির ‘দি ইন্টারভিউ’ সিনেমা প্রত্যাহার করার দাবি জানিয়েছিল তারা। ক্রিপ্টোকারেন্সি চুরি ব্যাহত করতে, সাইবার-গুপ্তচরবৃত্তি ও অন্যান্য অবৈধ কার্যক্রম ঠেকাতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে ফেড। সূত্র: ওয়াশিংটন পোস্ট

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়