টিপটিজিং : এবার সিলেটে এক পুলিশ কর্মকর্তার আপত্তিকর পোস্ট

আগের সংবাদ

হাওরের বাঁধে অনিয়মের খেসারত : অনেক স্থানে ভাঙন, ডুবছে ফসল, উৎকণ্ঠায় কৃষক, পিআইসিতে নেই স্থানীয়রা

পরের সংবাদ

কাক কথন

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কা কা কা কা একটানা ডেকে চলে কাক
কাকভাই, কিছুক্ষণ থামা হাঁকডাক।
তোর ডাকে নেই সুর ছন্দ বা তাল
এই কথা তোকে আর বলি কতকাল?
বড়দের গান গাস, নাকি শিশুতোষ?
থাম দেখি কিছুক্ষণ চুপ করে বোস।

কাক বলে, ও কোকিল কথা তুমি শোনো
মিছে কেন মাত্রা ও পর্বটা গোনো?
কা কা ডাকে লুকায়িত কত ভাব ভাষা
ফেসবুকে বন্ধুরা বলে- আহা, খাসা।
লাইকের ছড়াছড়ি তা কি তুমি জানো?
দেখাচ্ছি এক্ষুনি, মোবাইল আনো।

পাশ দিয়ে যাচ্ছিলো টোনা আর টুনি
টোনা বলে, কী বিষয়ে ঝগড়াটা শুনি?
কোকিলের কাছে সব শুনে হাসে ওরা
বিষয়টা পুরাতন, নয় আনকোরা।
গান নিয়ে আমরাও বলেছি তো আগে
আমাদের আনফ্রেন্ড করেছে সে রাগে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়