কোনালের জাতীয় পুরস্কার বাতিল চেয়ে রিট

আগের সংবাদ

পুতিনের সঙ্গে বৈঠক শিগগিরই : ন্যাটোয় যাবেন না জেলেনস্কি

পরের সংবাদ

বইমেলায় তোমাদের আরো বই

প্রকাশিত: মার্চ ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

পিপীলিকা অ্যাম্বুলেন্স সার্ভিস

রোমেন রায়হানের লেখা এই ছড়ার বইটি প্রকাশ করেছে আনন প্রকাশন। দুর্দান্ত প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রী আর মানানসই অলঙ্করণ করেছেন মুগ্ধ। দাম ২৬০ টাকা।

শেখ মুজিবের মোরগ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোষা মোরগ নিয়ে এই গল্পের বই লিখেছেন আহমেদ রিয়াজ। নাহিদা নিশার প্রচ্ছদ ও অলঙ্করণ শোভিত বইটি প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন্স। দাম ১৩৫ টাকা।

এক বিল্ডিংয়ে থাকে সব ওরা

হাসনাত আমজাদের লেখা ছড়া-কবিতার এই বইটি প্রকাশ করেছে সপ্তডিঙ্গা। ধ্রæব এষের চমৎকার প্রচ্ছদ ও শেখ সাদীর অলঙ্করণ সমৃদ্ধ বইটির দাম ৩০০ টাকা।

রাখাল রাজা ও পাখপাখালির গল্প

জাকির হোসেন কামালের লেখা বঙ্গবন্ধুর জীবননির্ভর এই গল্পের বইটি প্রকাশ করেছে আদিগন্ত প্রকাশন। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন মোমিন উদ্দীন খালেদ। দাম ৩০০ টাকা।

কং পাহাড়ে শয়তান

মাহফুজ রহমানের লেখা এই কিশোর উপন্যাসটি প্রকাশ করেছে প্রথমা। দুর্দান্ত প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন আরাফাত করিম। দাম ২২০ টাকা।

বিশ্বসেরা ১২ বিজ্ঞানী

হাসান হাফিজের লেখা এই জীবনীভিত্তিক বইটি প্রকাশ করেছে ছোটদের বই। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। দাম ২৭০ টাকা।

শেখ রাসেলের গল্প
শেখ রাসেলকে নিয়ে আহমেদ রিয়াজের লেখা গল্পের বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। প্রচ্ছদ করেছেন আজমল হোসেন। দাম ১৮০ টাকা।

হরেক ফুল ফুটুক

আবদুল হামিদ মাহবুবের লেখা এই ছড়ার বইটি প্রকাশ করেছে সপ্তডিঙা প্রকাশন। মনোরম প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। দাম ১৫০ টাকা।

যুদ্ধ জয়ের পঞ্চাশ গল্প

জসীম আল ফাহিমের লেখা এই মুক্তিযুদ্ধের গল্পের বইটি প্রকাশ করেছে আদিগন্ত প্রকাশন। চমৎকার প্রচ্ছদ করেছেন ধ্রæব এষ। দাম ৩৫০ টাকা।

লাল পাখি নীল পাখি

পরিতোষ বাবলুর লেখা এই ছড়ার বইটি এনেছে গ্রাফোসম্যান পাবলিকেশন। মুমিন আহমেদের প্রচ্ছদ শোভিত বইটির দাম ২০০ টাকা।
ঘোড়ার পিঠে হাতি
কাঞ্চন রানী দত্তের লেখা এই শিশুতোষ গল্পের বইটি প্রকাশ করেছে খুশবু প্রকাশন। চমৎকার প্রচ্ছদ ও অলংকরণ করেছেন উদয়। দাম ১২০ টাকা।
পাকসেনা ও সাদা ভূত
জ্যোৎস্নালিপির লেখা এই গল্পের বইটি প্রকাশ করেছে শিশু গ্রন্থকুটির। প্রচ্ছদ করেছেন রজত। দাম ১৫০ টাকা।

গুলুগুলু

রেবেকা ইসলামের লেখা এই শিশুতোষ ছড়ার বইটি প্রকাশ করেছে পঙ্খিরাজ প্রকাশন। আকর্ষণীয় প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন রজত। দাম ১০০ টাকা।

ছড়াসমগ্র ১
রোমেন রায়হানের লেখা এই বৃহদাকার ছড়ার বইটি প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমি। মনোরম প্রচ্ছদ করেছেন আরাফাত করিম। দাম ৬০০ টাকা।

জলফড়িংয়ের দেশে

রফিকুল নাজিমের লেখা এই ছড়ার বইটি প্রকাশ করেছে শব্দকথা প্রকাশন। আকর্ষণীয় প্রচ্ছদ ও অলংকরণ করেছেন আশীষ আচার্য্য। দাম ১০০ টাকা।

তেলাপোকার শুঁড়ে ইঁদুরের লেজ
কাঞ্চন রানী দত্তের লেখা এই শিশুতোষ গল্পের বইটি প্রকাশ করেছে খুশবু
প্রকাশন। মনোরম প্রচ্ছদ ও অলংকরণ করেছেন রজত। দাম ১২০ টাকা।

পাখির ডানায় মন

সুবর্ণা দাশ মুনমুনের লেখা এই কিশোর কবিতার বইটি প্রকাশ করেছে শৈলী প্রকাশন। সুন্দর প্রচ্ছদ করেছেন মোমিন উদ্দিন খালেদ। দাম ১৮০ টাকা।
আমি এখন কাজ করছি

রকিবুল ইসলামের লেখা এই শিশুতোষ গল্পের বইটি প্রকাশ করেছে ছোটদের বই। চমৎকার প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। দাম ১০০ টাকা।

দীপুর হাতের গ্রেনেড

নাসির আহমেদ কাবুলের লেখা এই কিশোর উপন্যাসটি প্রকাশ করেছে জলছবি প্রকাশন। চমৎকার প্রচ্ছদ করেছেন সোহাগ পারভেজ। দাম ২০০ টাকা।

আম পেড়েছি সিঁদুরে

দ্বীন মোহাম্মাদ দুখুর লেখা এই ছড়ার বইটি প্রকাশ করেছে অন্যধারা পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন খান রিফাত। দাম ১৪০ টাকা।

ব্যাঙ চলেছে ডিঙিনায়ে

সামিউল ইসলামের লেখা এই ছড়ার বইটি প্রকাশ করেছে সপ্তডিঙ্গা। মনোরম প্রচ্ছদ ও মানানসই অলঙ্করণ করেছেন নিশা মাহজাবীন। দাম ২০০ টাকা।

গাঁয়ের ছড়া মায়ের ছড়া

আরিফুল ইসলাম সাকিবের লেখা এই শিশুতোষ ছড়ার বইটি প্রকাশ করেছে প্রিয় বাংলা। দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন মনিরুজ্জামান পলাশ। দাম ২০০ টাকা।

মেঘ পাখি ও প্রজাপতির ছড়া
হাসনাইন আহমাদের লেখা এই ছড়ার বইটি প্রকাশ করেছে ছোটদের সময়। রজতের প্রচ্ছদ ও পার্বতী ঘোষের অলঙ্করণে বইটির দাম ১৫০ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়