হুদা কমিশনের শেষ দুই দিনে বদলি ১৮ কর্মকর্তা

আগের সংবাদ

প্রাণীদের খাবারেও সিন্ডিকেট : মিরপুর চিড়িয়াখানায় তিন দশক ধরে ওরা ৯ জন, চাপে কমল গরুর মাংসের দাম

পরের সংবাদ

একটু হাসো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

একদিন তৃতীয় শ্রেণির এক ছাত্রী প্রথমদিন পরীক্ষা দেয়ার আগে সব পড়া ভালোভাবে পড়ে ও লিখে গেল। ছাত্রীটি পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর-
মা : তোমার পরীক্ষা কেমন হয়েছে? সব কমন পড়েছে তো।
ছাত্রী : না মা, ভালো পরীক্ষা দিতে পারিনি, কিন্তু খাতায় অনেক কিছু লিখেছি।
মা : যাই হোক, এবার জীবনে প্রথম খাতায় কিছু লিখেছিস, পাস নম্বর তো উঠবেই, তাই না।
ছাত্রী : না মা।
মা : কেন? তুই না বলেছিস অনেক কিছু লিখেছিস?
ছাত্রী : হ্যাঁ, লেখাগুলো ঠিক হয়েছে কিনা তা দেখার জন্য খাতাটি বাসায় নিয়ে এসেছি। আগামীকাল শিক্ষকের কাছে খাতা জমা দিয়ে দেব!

২.
মিতার বাবা মিতার রেজাল্ট কার্ড আনতে স্কুলে গেলেন। মলিন মুখে শ্রেণি শিক্ষককে বললেন- মিতা মনে হয় এবারো পরীক্ষায় শূন্য পেয়েছে, তাই না?
– না না, আপনার মেয়ে এবার স্কুলে বিশেষ এক রেকর্ড করেছে।
– তাই নাকি! তা কততম হয়েছে আমার মেয়ে?
– মিতা এবারের পরীক্ষায় এমন এমন লেখা লিখেছে যে সব খাতায় সে ১০০ করে ১০টি বিষয়ে ১০০০ পেয়েছে!
– শিক্ষকরা কেন এত নম্বর দিয়েছেন, একটু বলবেন?
– শিক্ষকদের আর কী দোষ! মিতা প্রতিটি খাতায় লিখেছে, দয়া করে আমাকে শূন্যের বদলে যে কোনো নম্বর দিন। তাই শিক্ষকরা দয়া করে ১০০ করে ১০০০ দিয়েছেন!
– সংগ্রহ : শাহীদ হাসান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়