হুদা কমিশনের শেষ দুই দিনে বদলি ১৮ কর্মকর্তা

আগের সংবাদ

প্রাণীদের খাবারেও সিন্ডিকেট : মিরপুর চিড়িয়াখানায় তিন দশক ধরে ওরা ৯ জন, চাপে কমল গরুর মাংসের দাম

পরের সংবাদ

অপূর্ব ঋণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রিয় যারা তারাই আমার খেলার সাথী ছিলো,
স্নেহা, লতা, প্রীতি ওদের সময় কেড়ে নিলো!
ওদের সাথে স্কুলে যাই, ওদের সাথেই ফিরি,
বিকেল বেলা ছুটির সময় দলে থাকে শিরি।

টিফিন খেয়েই স্কুলের মাঠে লুকোচুরি খেলি
খেলা দেখতে ছুটে আসে ছোট ক্লাসের বেলী।
ছুটির দিনেও কিছু সময় ওদের সাথেই আছি
সবুজ ঘাসে বাগানজুড়ে খেলছি কানামাছি।

শিরি আনে লেবু পাতায় প্রায়ই তেঁতুল মেখে
বলে, নুন হয়েছে? ঝাল, মিষ্টি? দেখবি নাকি চেখে?
স্নেহার আছে ছেলে পুতুল লতারটা যে মেয়ে
এক বিকেলে বিয়ে দিলাম প্রীতির বাসায় যেয়ে।

ওদের সাথেই মাঘ ফাগুনে চড়ুইভাতির দিন
সেসব দিনের কাছে আছে সত্যি অনেক ঋণ।
অপূর্ব এই ঋণের বোঝা বইছি আজও সুখে
মনে জমা ঋণগুলো সব হাসি ছড়ায় মুখে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়