দুদকের মামলা : অব্যাহতি পেতে হাইকোর্টে ওসি প্রদীপের আবেদন

আগের সংবাদ

‘কাগুজে’ বিদেশি বিনিয়োগ : সাড়া মেলে নিবন্ধনের এক-তৃতীয়াংশের,হ রাজনৈতিক অনিশ্চয়তা এবং সুশাসনের অভাব

পরের সংবাদ

সাউথইস্ট ব্যাংকের আইএসও সনদ লাভ

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সাউথইস্ট ব্যাংক লিমিটেড ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ২৭০০১:২০১৩ সনদ অর্জন করেছে। ব্যাংকের ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম প্রস্তুতি ও বাস্তবায়নের জন্য আইওটা কনসালটিং বিডি পরামর্শক হিসেবে কাজ করেছে। ব্যুরো ভেরিটাস লিমিটেড আইএসও ২৭০০১:২০১৩ স্ট্যান্ডার্ড অনুযায়ী ব্যাংকের আইটি অপারেশন, ডেটা সেন্টার এবং ডিজাস্টার রিকভারি সাইটের অডিট পরিচালনা করেছে।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন ব্যুরো ভেরিটাস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোহেল আজাদ এবং আইওটা কনসাল্টিং বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কিবরিয়ার কাছ থেকে সনদ গ্রহণ করেন।
এ সময় সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন ও নুরুদ্দিন মো. সাদেক হোসেন, আইটি বিভাগের প্রধান খোন্দকার খালেদ হাসানসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়