অধ্যাপক সাইদা হত্যা : গ্রেপ্তার আনারুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আগের সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ : নির্বাচন কমিশন গঠনে ৪ প্রস্তাব

পরের সংবাদ

সে নেই- ছিল না কোনো কালে

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

তোমার অস্তিত্ব আমার কাছে নদীর মতো
বসন্তে খোলা জানালা দিয়ে আসা বাতাস
ছঁয়ে দেখার সাধ হলেই তুমি
চলে যাও স্পর্শের বাইরে।
এই ভাবি তুমি আছো
পরক্ষণেই ভুলের সমাপ্তি ঘটে
তুমি থাকো অনেক দূরে,
অথবা ছিলে না তুমি কোনো কালেই।
তোমার চোখজোড়া ঢেকে গেছে কাজল-লতায়
ভাবি- তোমার চিবুক ছটুয়ে মুছে দেবো দাগ
হাত বাড়িয়ে দেখি তুমি তো নেই
অথবা তুমি ছিলে না কোনো কালেই।
তবু ভুল হয়- ভুলে যাই
তোমার অস্তিত্ব এক অতৃপ্তির আর্তনাদ
ছটুয়ে দেখাতে যার কোনো প্রেম নেই
সত্যি সে আজো নেই কোথাও
হয়তোবা সে ছিল না কোনো কালেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়