নৌপুলিশের অভিযান : ৩৫ লাখ মিটার জাল জব্দ

আগের সংবাদ

পঞ্চম দফায়ও সারাদেশে ব্যাপক সহিংসতা > ভোটে ঝরল আরো ১১ প্রাণ : পুলিশের গাড়িতে আগুন, আহত শতাধিক, আটক অর্ধশত

পরের সংবাদ

ব্লক মার্কেটে লেনদেন ৬৯ কোটি টাকা

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৯ লাখ ৯৯ হাজার ৫২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৯ কোটি ৭৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। সোনালী পেপার ১৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্স ২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাক্টিভ ফাইন, আল-হাজ টেক্সটাইল, আমান ফিড, বিকন ফার্মা, বেক্সিমকো, বাংলাদেশ শিপিং করপোরেশন, বেক্সিমকো ফার্মা, সিভিও পেট্রো কেমিক্যাল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, জিপিএইচ ইস্পাত, জিএসপি ফিন্যান্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম, লাভেলো আইসক্রিম, ম্যাকসন্স স্পিনিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, দ্য পেনিনসুলা, পিপলস ইন্স্যুরেন্স, ফনিক্স ফিন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, আরডি ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ার টেক, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার ও স্কয়ার ফার্মা লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়