কাগজ প্রতিবেদক : প্রতারণার শিকার হয়ে হারানো চার কোটি টাকা ফিরে পেতে মামলা করে বিপদে পড়েছে ব্যবসায়ী এইচ এম চাঁন মিয়ার পরিবার। প্রতারক মামলা তুলে নিতে তাকে অব্যাহতভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন এ ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে বালু ও পাথর ব্যবসায়ী চাঁন মিয়া বলেন, জাগরনী মাল্টিমিডিয়া নামক একটি প্রতিষ্ঠানের এমডি শাহিন আলম স্বপন ব্যবসায়িক পার্টনারশিপের জন্য নানা প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে নগদ চার কোটি টাকা নেন। কিন্তু প্রকৃতপক্ষে জাগরনী মাল্টিমিডিয়ার নামে জাগরনী স্যাটেলাইট টেলিভিশনের কোনো অস্তিত্বই ছিল না। ভুয়া কাগজ তৈরি করে টাকা আত্মসাৎ করাই ছিল তার প্রধান লক্ষ্য। এ ব্যাপারে তার কাছে কিছু জানতে চাইলে তিনি মন্ত্রণালয়ের দোহাই দিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকেন। দিতে থাকেন নানা ভয়ভীতি ও হুমকি। এ ব্যাপারে প্রতিকার চেয়ে তার বিরুদ্ধে একাধিক জিডি ও মামলা দায়ের করায় শাহিন আমাকে ও আমার পরিবারকে নানা ধরনের হুমকি দিচ্ছেন। এতে আমরা পুরো পরিবার শঙ্কিত হয়ে পড়েছি। শাহিনের হাত থেকে বাঁচতে ও আমার টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শাহিনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।