মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র : মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত

আগের সংবাদ

সংসদ প্রাণবন্ত করার তাগিদ : বিশ্লেষকদের মতে, ‘৭০ ধারা বড় বাধা’, সংশোধনীর দাবি, কার্যকর বিরোধী দলের বিকল্প নেই

পরের সংবাদ

এফএসআইবিএলের ৪ বিনিয়োগ প্রকল্প উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আরো বড় পরিসরে গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে এবং উদ্যমী উদ্যোক্তাদের জীবনের গল্প বদলে দিতে নতুন বছর ২০২২-এর শুরুতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) ৪ বিনিয়োগ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পগুলো হলো স্টার্টআপ উদ্যোক্তা বিনিয়োগ প্রকল্প ‘এফএসআইবিএল প্রচেষ্টা’, নারী উদ্যোক্তা বিনিয়োগ প্রকল্প ‘এফএসআইবিএল স্বাবলম্বী’, কুটির, মাইক্রো ও ক্ষুদ্র বিনিয়োগ প্রকল্প ‘এফএসআইবিএল উদ্যমী’ এবং কৃষি ও পল্লী বিনিয়োগ প্রকল্প ‘এফএসআইবিএল সোনালী স্বপ্ন’।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী এ নতুন বিনিয়োগ প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়