নজরুল ইসলাম খান : খালেদা জিয়ার কিছু হলে রেহাই পাবেন না

আগের সংবাদ

নতুন বছরে সরকারের ১০ চ্যালেঞ্জ

পরের সংবাদ

জ্বালানি তেল : আন্তর্জাতিক বাজারে ১২ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে সম্প্রতি কিছুটা কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এ পরিস্থিতিতেও সদ্যবিদায়ী বছরে ১২ বছরের সর্বোচ্চ বার্ষিক ঊর্ধ্বমুখী ধারা অর্জন করেছে বিশ্ববাজারের নিত্যপ্রয়োজনীয় এ জ্বালানি পণ্যটি। করোনা মহামারি উত্তর সময়ে বৈশ্বিক অর্থনীতিতে পুনরুদ্ধার কার্যক্রম প্রত্যাশিত মাত্রা অর্জন করায় অপরিশোধিত জ্বালানি তেলের দামে এমন ঊর্ধ্বমুখী ধারা অনুভব করা যায়। এমনকি বর্তমানে বিভিন্ন দেশে করোনার নতুন সংক্রমণ ওমিক্রনের ঊর্ধ্বমুখী ধারা চলমান থাকার পরও বিশেষ কোনো প্রভাব পড়েনি। ২০২০ সালে মহামারির চূড়ায় বিশ্বব্যাপী জ্বালানি তেল উত্তোলন ও রপ্তানি ব্যাপক হারে কমে এসেছিল।
বছরের শেষ দিনে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহ মূল্য কমেছে প্রতি ব্যারেলে ৩ সেন্ট। ফলে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ৭৯ ডলার ৫০ সেন্ট।
অন্যদিকে জ্বালানি তেলের মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেলে দশমিক ১ শতাংশ বা ১০ সেন্ট কমেছে। এ সময় প্রতি ব্যারেল ডব্লিউটিআই ক্রুডের দাম দাঁড়িয়েছে ৭৬ ডলার ৮৯ সেন্ট।
২০২০ সালের তুলনায় সদ্য সমাপ্ত বছরের শেষ নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৫৩ শতাংশ, একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে ৫৮ শতাংশ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির প্রধান দুই বাজার আদর্শে এ পরিমাণ মূল্যবৃদ্ধির ঘটনা ২০০৯ সালের পর সবচেয়ে বেশি।
২০২১ সালে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির দাম ৭০ শতাংশের বেশি বেড়েছিল।
বিদায়ী বছরের অক্টোবরে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ও মার্কিন বাজার আদর্শ ডব্লিউটিআই ক্রুডের দাম তাদের সর্বোচ্চ সূচক স্পর্শ করেছিল।
উল্লিখিত মাসে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম ছিল ৮৬ ডলার ৭০ সেন্ট ও প্রতি ব্যারেল ডব্লিউটিআই ক্রুডের দাম ছিল ৮৫ ডলার ৪১ সেন্ট। অক্টোবরে বাজার আদর্শ দুটির মূল্যসূচক ব্রেন্ট ক্রুডের ক্ষেত্রে ২০১৮ সালের পর সর্বোচ্চ ও ডব্লিউটিআই ক্রুডের ক্ষেত্রে ২০১৪ সালের পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়