সম্প্রীতির জমিনে শকুনের চোখ

আগের সংবাদ

ফেসবুকের মূল প্রতিষ্ঠান এখন ‘মেটা’

পরের সংবাদ

বিএসটিআইয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) ক্যালিব্রেশন সংক্রান্ত ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন বিএসটিআইর মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. নজরুল আনোয়ার। এছাড়া অনুষ্ঠানে বিএসটিআইর পরিচালক (মেট্রোলজি) মো. সাজ্জাদুল বারী, পরিচালক (প্রশাসন) মো. তাহের জামিলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পিয়ারলেস ক্যালিব্রেশন সার্ভিসেস লিমিটেড, সিএস ল্যাব লিমিটেড, সামিট টেস্টিং এন্ড ক্যালিব্রেশন লিমিটেড, রিম এন্টারপ্রাইজ, জিএসকে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, জিএমএস টেস্টিং ল্যাবরেটরি, ক্রিস্টাল মার্টিন অ্যাপারেলস লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়