পাসপোর্ট জটিলতায় আটকে আছেন অর্ধলাখ প্রবাসী

আগের সংবাদ

পোশাক খাতে ক্রয়াদেশ বাড়ছে

পরের সংবাদ

ব্র্যাক ব্যাংক : এইচএফ এসেট ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং এইচএফ এসেট ম্যানেজমেন্ট লিমিটেড ‘এইচএফএএমএল শরিয়াহ ইউনিট ফান্ড’ নামে মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনার জন্য একটি কাস্টোডিয়াল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংক লিমিটেডের ক্যাপিটাল মার্কেট ইউনিট মিউচুয়াল ফান্ডটি পরিচালনার জন্য এইচএফ এসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে কাস্টোডিয়াল সার্ভিস প্রদান করবে।
ব্র্যাক ব্যাংকের ডিএমডি এবং হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং এইচএফ এসেট ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ফায়েকুজ্জামান গত ১১ অক্টোবর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজেকশন ব্যাংকিং মো. জাবেদুল আলম এবং এইচএফ এসেট ম্যানেজমেন্টের পোর্টফোলিও ম্যানেজার মো. শিহাব আলম খান অপুসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়