পাসপোর্ট জটিলতায় আটকে আছেন অর্ধলাখ প্রবাসী

আগের সংবাদ

পোশাক খাতে ক্রয়াদেশ বাড়ছে

পরের সংবাদ

একটু হাসো

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সমীর ট্রেনে উঠেছে। একটু পর টিকেট চেকার এসে তার কাছে টিকেট দেখতে চাইল। সমীর পকেট থেকে একটি টিকেট বের করে চেকারকে দিয়ে দিলো।
টিকেট চেকার অবাক হয়ে বলল, ‘আরে এটা তো পুরনো টিকেট, নতুন টিকেট কই!’
সমীর রেগে বলল, ‘কেন, আপনার ট্রেন বুঝি এইমাত্র শোরুম থেকে নিয়ে এলেন যে নতুন টিকেট দেখাতে হবে?’

২.
একবার জিকু গেছেন চাকরির ইন্টারভিউ দিতে-
প্রশ্নকর্তা : বলুন তো, সাইক্লোন আসলে কী?
জিকু : এক ধরনের লোন স্যার, যা কি না সাইকেল কেনার জন্য দেয়া হয়।

৩.
দবির তার ছেলের সঙ্গে কথা বলছে-
দবির : গাধা কোথাকার। কেমন দেশলাই নিয়ে এলি, যার একটি কাঠিও জ্বলে না।
ছেলে : রেগে যাচ্ছ কেন? আমি তো সব কাঠি জ্বালিয়ে পরীক্ষা করেই নিয়ে এসেছি। তা না হলে তো আবার তুমিই রাগারাগি করতে।

৪.
শিক্ষক : আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের

বিকল্প নেই। অক্সিজেন
আবিষ্কৃত হয়েছিল ১৭৭৩ সালে।
ছাত্র : বলেন কি স্যার! ভাগ্যিস আমার জন্ম ১৯৯৮ সালে! ১৭৭৩ সালের আগে জন্ম হলে কী হতো ভাবুন একবার!
৫.
একদিন হিটলারের সঙ্গে দেখা সরফরাজের-
হিটলার : আমার অভিধানে ‘অসম্ভব’ শব্দটি নেই!
সরফরাজ : কী সব সস্তা অভিধান! নতুন আরেকটা কিনে দেখো, সেখানে নিশ্চয়ই পাবে!

৬.
রমিজ ও তার বন্ধু গেছে একটি পাঁচতারকা হোটেলে। খাবার টেবিলে বসে নিজেদের সঙ্গে নিয়ে আসা দুটি স্যান্ডউইচ বের করে খেতে শুরু করলো তারা।
তা দেখে ওয়েটার চেঁচিয়ে উঠলো, ‘না না না, এখানে আপনারা নিজেদের কোনো খাবার খেতে পারেন না!’
রমিজ কিছুক্ষণ ভেবে বললো, ‘তাহলে আমি আমার বন্ধুরটা খাই, আর ও আমারটা। কী বলেন?’

য় সংগ্রহ : শাহীদ হাসান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়