টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল পাঁচ অধিনায়ক : তাইফ রহমান রাফি

আগের সংবাদ

সড়কে নেই ‘ডিজিটাল’ ছোঁয়া

পরের সংবাদ

রিকের আয়োজন : মিরপুরে শেখ রাসেল দিবস পালিত

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) মিরপুর এরিয়ার পল্লবী ও মিরপুর শাখার উদ্যোগে গত ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থ, অসহায় ও এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।
অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন পল্লবী থানার এস আই মো. কালাম হোসেন, মিরপুর এরিয়ার এরিয়া ম্যানেজার কাজী হারুন অর রশিদ, পল্লবী শাখার শাখা ব্যবস্থাপক মো. তাজিরুল ইসলাম সুমন, মিরপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. আজমল হোসেন, রূপনগর শাখার শাখা ব্যবস্থাপক মো. আ. ওয়াহেদ ও রিকের কর্মকর্তারা। অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার ও আত্মীয়স্বজনের শাহাদাতের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও রাসেলসহ সব শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়