টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল পাঁচ অধিনায়ক : তাইফ রহমান রাফি

আগের সংবাদ

সড়কে নেই ‘ডিজিটাল’ ছোঁয়া

পরের সংবাদ

যুবলীগ চেয়ারম্যানের নামে অর্থ আদায়ে দুজন কারাগারে

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ফোন নম্বর ক্লোন করে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নামে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ফিরোজ খন্দকার ও তার সহযোগী রাকিবুল ইসলামকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারি এ আদেশ দেন।
এর আগে এদিন রিমান্ড শেষে তাদের দুজনকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের বিরুদ্ধে মামলাটির সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক এ আবেদনটি মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, ফিরোজ যুবলীগ চেয়ারম্যানের ফোন নম্বর ক্লোন করে সংগঠনের বিভিন্ন জেলার নেতাকর্মীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। সংগঠনের বিভিন্ন কর্মসূচির কথা বলে কৌশলে পরশ পরিচয়ে টাকা দাবি করে বিকাশ-রকেট নম্বর দিয়ে টাকা চাইতেন। চেয়ারম্যানের ফোন পেয়ে নেতারা উৎফুল্ল মনে টাকা পাঠাতেন। পরে সেই টাকা ফিরোজ বিভিন্ন এটিএম বুথ থেকে তুলতেন। এ কাজে ফিরোজ প্রথমে ইন্টারনেট থেকে যুবলীগের বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ নেতাদের ফোন নম্বর সংগ্রহ করেন। এরপর সেসব ফোন নম্বরে ডায়ালার অ্যাপের মাধ্যমে নম্বর ক্লোন করে ফোন করতেন। এসব ঘটনায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস বাধ্য হয়ে তার ফোন নম্বরটি বন্ধ করে দেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি সতর্কবার্তা পোস্ট করেন শেখ পরশ। পরে ১৫ অক্টোবর যুবলীগ চেয়ারম্যানের পক্ষে রাজধানীর বনানী থানায় মামলা করেন ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান। এরপর ১৮ অক্টোবর রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর থেকে তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাদের আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা সাতদিনের রিমান্ড চাইলে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়