টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল পাঁচ অধিনায়ক : তাইফ রহমান রাফি

আগের সংবাদ

সড়কে নেই ‘ডিজিটাল’ ছোঁয়া

পরের সংবাদ

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন দাবিতে মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে জেলা শহর মাইজদী টাউন হল মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। গতকাল শনিবার এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের প্রাচীন জেলার মধ্যে নোয়াখালী জেলা অন্যতম। তাই নোয়াখালী, ফেনী, ল²ীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সমন্বয়ে নোয়াখালীকে দশম প্রশাসনিক বিভাগ হিসেবে বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান বৃহত্তর নোয়াখালীবাসী। পরে তারা প্রধান সড়কে বিশাল র‌্যালি বের করেন। এ সময় সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মোরশেদসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এর আগে মেঘনা বিভাগ করার প্রধানমন্ত্রীর ঘোষণায় হতাশ হয়ে পড়েন নোয়াখালীবাসী। জেলার প্রতিটি পাড়া-মহল্লায় এ নিয়ে এখনো চলছে আলোচনা-সমালোচনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়