টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল পাঁচ অধিনায়ক : তাইফ রহমান রাফি

আগের সংবাদ

সড়কে নেই ‘ডিজিটাল’ ছোঁয়া

পরের সংবাদ

নতুন চ্যাট অ্যাপ স্ফেয়ার কিনল টুইটার

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগের ক্ষেত্রে সরাসরি মেসেজ প্রদান অভিজ্ঞতার উন্নয়নে বরাবরই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আসছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। এর অংশ হিসেবে এবার গ্রুপ চ্যাট অ্যাপ স্ফেয়ার কিনেছে প্রতিষ্ঠানটি। তবে এ অধিগ্রহণের লেনদেন-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। নতুন এ অধিগ্রহণের মাধ্যমে প্লাটফর্মটিতে সরাসরি মেসেজিং সেবা (ডিএম), কমিউনিটি ফিচার ও কনটেন্ট নির্মাতাদের সার্বিক কার্যক্রমের গতি বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন টুইটারের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট নিক ক্যাডওয়েল। ভবিষ্যতে কী হবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ না করলেও নভেম্বরে আনুষ্ঠানিকভাবে অ্যাপসের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছিল স্ফেয়ার। স্ফেয়ার শুধু এর ভিন্ন ফিচারের জন্য বিখ্যাত নয়। অ্যাপটির সঙ্গে অনেক বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ও ব্যক্তি সম্পৃক্ত রয়েছে। চ্যাট অ্যাপটি সিরিয়াল উদ্যোক্তা নিক ডি’অ্যালোইসিওর একটি পণ্য। কিশোর বয়সেই প্রযুক্তি জগতে ভালো সাড়া ফেলেছিলেন তিনি। সূত্র : এনগ্যাজেট

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়