টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল পাঁচ অধিনায়ক : তাইফ রহমান রাফি

আগের সংবাদ

সড়কে নেই ‘ডিজিটাল’ ছোঁয়া

পরের সংবাদ

চট্টগ্রামে বিভিন্ন সংগঠনের সমাবেশ : সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিচার দাবি

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : সারাদেশে সাম্প্রদায়িক হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা। গতকাল শনিবার বিকালে সিনেমা প্যালেস চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি আবদুল নবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, সহকারী সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, মসিউদ দৌলা, কানাই লাল দাশ, নুরুচ্ছাফা ভূঁইয়া, বোয়ালখালী থানার সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন সাইফু, সিতারা শামিম প্রমুখ।
এদিকে দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের সর্বস্তরের চিকিৎসক, সেবক-সেবিকা, চিকিৎসা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী। হিন্দু ডক্টরস এসোসিয়েশন, চট্টগ্রামের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, হত্যা, মঠ-মন্দির ও বাড়িঘরে হামলা,অগ্নিসংযোগ, লুটতরাজের প্রতিবাদে গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. বাসনা মুহূরী, চমেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. প্রণয় দত্ত, চমেক রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুভাষ মজুমদার, চক্ষু বিশেষজ্ঞ ডা. প্রকাশ বিশ্বাস, চমেক অর্থোপেডিক্স বিভাগের প্রধান ডা. চন্দন দাশ, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৌমেন সরকার, বিএমএ চট্টগ্রাম শাখার কার্যকরী পরিষদের সদস্য ডা. অসীম কুমার চৌধুরী প্রমুখ। বক্তারা সাম্প্রদায়িক হামলাকারী ও মদতদাতাদের দ্রুত আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়