টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল পাঁচ অধিনায়ক : তাইফ রহমান রাফি

আগের সংবাদ

সড়কে নেই ‘ডিজিটাল’ ছোঁয়া

পরের সংবাদ

অল্পবয়সীদের আকৃষ্টে মরিয়া ইনস্টাগ্রাম

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

অল্পবয়সী ব্যবহারকারীদের হারানোর ভয়ে শঙ্কিত ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম। প্রতিষ্ঠানটি কিশোর বয়সী ব্যবহারকারীদের ধরে রাখতে এতটাই মরিয়া যে ২০১৮ সালের শুরু থেকে ইনস্টাগ্রামের বৈশ্বিক বাজারজাত বাজেটের প্রায় পুরোটাই খরচ করা হচ্ছে কিশোর কিশোরীদের নিজস্ব প্লাটফর্মে আকৃষ্ট করার জন্য।
অভ্যন্তরীণ নথিপত্র ও গোপন সূত্রের বরাতে জানা গেছে, ২০২০ সালের অক্টোবর মাসে ইনস্টাগ্রামের অভ্যন্তরীণ একটি মেমোতে উল্লেখ ছিল, আমরা যদি মার্কিন কিশোর-কিশোরীদের বাজারে অবস্থান হারাই, তবে পুরো পাইপলাইন হাতছাড়া হয়ে যাবে আমাদের। ইনস্টাগ্রামের বাজারজাত খরচ ও কৌশলের প্রায় পুরোটাই কিশোর বয়সীদের ওই প্লাটফর্মে ধরে রাখার উদ্দেশ্য নিয়ে পরিচালিত হচ্ছে ২০১৮ সাল থেকে। এ খাতে ২০২১ সালে বাজেট ধরা হয়েছে ৩৯ কোটি ডলার। একটি বয়সসীমার ব্যবহারকারীদের এত বেশি গুরুত্ব দেয়া বাজার বিশ্লেষকদের চোখেও অস্বাভাবিক ঠেকেছে। সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়