গুলিস্তানে বাস উল্টে ২ কাবাডি খেলোয়াড় আহত

আগের সংবাদ

মণ্ডপে হামলার নেপথ্যে কারা

পরের সংবাদ

ডিএনসিসির সঙ্গে লংকাবাংলার বৃক্ষ বিতরণ কর্মসূচি

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

গত ১৪ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান কার্যালয়ে লংকাবাংলা ফাউন্ডেশন কর্তৃক এক বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ‘বৃক্ষ রোপণ করি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ি’ এই প্রতিপাদ্যে ডিএনসিসির চিফ এক্সিকিউটিভ অফিসার মো. সেলিম রেজা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানের কাছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার চারা প্রদানের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।
কার্যক্রমের মাধ্যমে ডিএনসিসির আওতাধীন এলাকায় জন্মগ্রহণকারী এবং বসবাসকারী ২ বছরের কম বয়সি শিশুদের জন্মনিবন্ধন সনদ সংগ্রহের সময় উপহার হিসেবে বিভিন্ন ধরনের গাছের চারা প্রদান করা হবে। উল্লেখ্য, লংকাবাংলা ফাউন্ডেশন ডিএনসিসির সঙ্গে আগামী ৫ বছর চারা বিতরণের এই কার্যক্রমটি পরিচালনা করবে। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়