ধর্ষণের মামলা থেকে রক্ষা পেতে ছাত্রলীগ নেতার বিয়ে

আগের সংবাদ

বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী : খাদ্যের অপচয় কমাতে হবে

পরের সংবাদ

পুরোদমে চলছে শুটিং…

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৬, ২০২১ , ১:৫৯ অপরাহ্ণ

করোনা ভাইরাসের প্রভাবে স্থবির হয়ে পড়েছিল দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। করোনার ধাক্কা সামলে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন প্রযোজক, পরিচালক, শিল্পী-কলাকুশলীরা। পুরোদমে চলছে বেশ কিছু সিনেমার শুটিং। এফডিসি ফিরো পেয়েছে তার চিরচেনা রূপ। শোবিজ পাড়ার লোকদের পদচারণায় মুখরিত এফডিসির ফ্লোরগুলো। ঢাকা এবং ঢাকার বাইরে সিনেমার শুটিংয়ের জন্য ছুটছেন কলাকুশলীরা। গত ২৫ মে দুপুর রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর শুটিং। এটি পরিচালনা করছেন এস এ হক অলিক। উত্তরার বিভিন্ন লোকেশনে টানা ৮ দিনের শুটিং শেষে স্বল্প বিরতি দেয়া হয়। জুনের ১৭ তারিখ থেকে বিএফডিসিতে ৫ দিন শুটিং চলে। ২ দিনের বিরতি দিয়ে ২৪ জুন পুনরায় শুরু হয় শুটিং। লকডাউনের কারণে বন্ধ হয়ে যাওয়া বাকি অংশের শুটিং শুরু হয় ১১ আগস্ট। ধামরাইয়ের ফিল্ম সিটিতে ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শেষ হয় ২৫ সেপ্টেম্বর। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত শাকিব-বুবলী ছাড়াও এ ছবিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, সীমান্ত প্রমুখ। পাবনা সদরে তরুণ পরিচালক রায়হান রাফীর ‘নূর’ সিনেমার শুটিং শুরু হয়েছে গত মাসের ১১ সেপ্টেম্বর। সিনেমাটির বেশির ভাগ অংশের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। জানা গেছে, এ মাসের মধ্যে বাকি অংশের কাজ সম্পন্ন হবে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আরেফিন শুভ। শুভর বিপরীতে ‘নূর’ সিনেমায় দেখা যাবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশীকে। অভিনয়ের পাশাপাশি এই সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন আরিফিন শুভ। আরিফিন শুভ ও ঐশী জুটির দ্বিতীয় সিনেমা এটি। এক সময়ের পর্দা কাঁপানো নায়িকা মৌসুমী দীর্ঘ বিরতির পর সিনেমায় ফিরেছেন। ফিরেই ব্যস্ত সময় পার করছেন তিনি। একসঙ্গে তিনটি সিনেমার শুটিং করছেন এই অভিনেত্রী। মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘ভাঙন’ (অনুদানের সিনেমা) সিনেমায় অভিনয় করছেন মৌসুমী। ১৪ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং হয়। একটি রেলস্টেশনে এসে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ভাঙন’। ১৫ সেপ্টেম্বর থেকে (অনুদানের সিনেমা) ‘সোনার চর’ নামে অন্য একটি সিনেমার শুটিং শুরু করছেন মৌসুমী। গাজীপুর জেলার একটি গ্রামে শুটিং হয়েছে টানা সাতদিন। ‘সোনার চর’ পরিচালনা করছেন জাহিদ হাসান। এই সিনেমায় আরো অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ। কবি নির্মলেন্দু গুণের দেশান্তর উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘দেশান্তর’ সিনেমা। এই সিনেমাতেও দেখা মিলবে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর। ‘অন্নপূর্ণা’ চরিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন আশুতোষ সুজন। এতে মৌসুমীর বিপরীতে অভিনয় করছেন আহমেদ রুবেল। গাজীপুরে ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। চলবে অক্টোবর জুড়ে। মৌসুমী বলেন, অন্নপূর্ণা চরিত্রটি দুর্দান্ত। এমন একটি চরিত্রে কাজ করার মধ্যে আনন্দ আছে। লিডার : আমিই বাংলাদেশ সিনেমার কাজ শেষ করে শাকিব খান অংশ নেন গলুই সিনেমার শুটিংয়ে। গত ২৩ সেপ্টেম্বর টাঙ্গাইলে শুরু হয় (অনুদানের সিনেমা) ‘গলুই’র শুটিং। টাঙ্গাইলের পর এখন এর শুটিং হচ্ছে জামালপুরে। ‘গলুই’ সিনেমায় শাকিব খানের নায়িকা পূজা চেরী। সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। ‘গলুই’য়ে শাকিব খানকে দেখা যাবে ‘লালু মাঝি’ চরিত্রে। পূজা অভিনয় করছেন মালা চরিত্রে। এই সিনেমায় গতানুগতিক চরিত্র থেকে আলাদা একটি চরিত্রে দেখা যাবে শাকিবকে। সিনেমার অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন আলী রাজ, সুচরিতা, সুব্রত, আজিজুল হাকিম প্রমুখ। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবন উপজীব্য করে নির্মিত হবে ‘গলুই’ সিনেমা। গেল ২৫ সেপ্টেম্বর থেকে এফডিসিতে শুরু হয় কাজী হায়াতের নতুন সিনেমা ‘জয় বাংলা’র (অনুদানের সিনেমা) প্রথম ধাপের শুটিং। মুনতাসীর মামুনের কিশোর উপন্যাস জয় বাংলা অবলম্বনে ছবিটি নির্মিত হবে এটি। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু। এফডিসির ৭ নম্বর ফ্লোরে সেট তৈরি করে চলে শুটিংয়ের কাজ। জানা গেছে, গল্পের বাস্তবতা ফুটিয়ে তোলার জন্য ছবিতে কোনো শিল্পীকেই মেকআপ দেয়া হয়নি। এটি কাজী হায়াতের পরিচালিত ৫১তম সিনেমা। টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হচ্ছে এটি। জয়বাংলা সিনেমার গল্প আবর্তিত হয়েছে ১৯৬৮ সালের ৬ ডিসেম্বর থেকে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত। একই দিনে (২৫ সেপ্টেম্বর) শুরু হয় ‘যার নয়নে যারে লাগে ভালো সিনেমার শুটিং। দীর্ঘ বিরতির পর এই সিনেমা দিয়ে কাজ ফিরছেন বিপাশা কবির। রোমান্টিক ঘরানার এই সিনেমাটি পরিচালনা করছেন কালাম কায়সার। বিপাশার বিপরীতে অভিনয় করেছেন সাঞ্জু জন। এর আগে একসঙ্গে বেশকিছু মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনে কাজ করেছেন তারা। গত ২৭ সেপ্টেম্বর ‘তালাশ’ সিনেমার শেষ দৃশ্যের শুটিংয়ে অংশ নেন চিত্রনায়িকা শবনম বুবলী ও আদর আজাদ। সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। পরিচালক জানালেন, ছবির সম্পাদনার কাজ শেষ পর্যায়ে। নভেম্বরে মাসে ছবিটি সিনেমা হলে মুক্তি দেয়ার কথা রয়েছে। শাপলা মিডিয়া প্রযোজিত ‘প্রিয়া রে’ সিনেমার শুটিং শুরু হয় গেল ২৮ সেপ্টেম্বর। নায়ক শান্ত খানের গ্রামের বাড়ি চাঁদপুরের বিভিন্ন লোকেশনে এই সিনেমার দৃশ্যধারণের কাজ চলে টানা কয়েকদিন। সিনেমাটিতে শান্ত খানের নায়িকা হয়েছেন কলকাতার কৌশানী মুখার্জি। চাঁদপুরে ‘প্রিয়া রে’ ছবির শুটিং করতে এসেছিলেন তিনি। টানা ৮ দিন শুটিং শেষ করে নিজ দেশে ফিরেছেন ৫ অক্টোবর। ইতোমধ্যে ছবিটির ৫০ ভাগ শুটিং শেষ হয়েছে। নভেম্বরে ঢাকায় এসে বাকি অংশের শুটিং করবেন কৌশানী। সিনেমাটি পরিচালনা করছেন পূজন মজুমদার। ‘প্রিয়া রে’ সিনেমায় শান্ত খান অভিনয় করছেন নূরু রাখালের চরিত্রে। আর কলকাতার কৌশানী অভিনয় করছেন চেয়ারম্যানের মেয়ে চরিত্রে। তিনি ছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমায় অভিনয় করছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মুশফিকুর রহমান গুলজার নির্মাণ করছেন (অনুদানের সিনেমা) ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’। সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে লিখেছেন মাসুম রেজা। এতে বঙ্গবন্ধুর কিশোরবেলার চরিত্রে অভিনয় করছেন বৃন্দাবন দাস ও শাহানাজ খুশী দম্পতির ছেলে সৌম্য জ্যোতি। চলতি মাসের ৮ অক্টোবর টুঙ্গিপাড়ায় শুটিংয়ে অংশ নেয় সৌম্য। বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের চরিত্রে অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ। এছাড়াও আরো অভিনয় করছেন রহমত আলী, লুৎফর রহমান জর্জ, গোলাম ফরিদা ছন্দা, এলিনা শাম্মী, সৌম্য প্রমুখ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিনেমাটির শুটিং চলছে। পরিচালক জানিয়েছেন এ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৬-২০ বছরের সময়টাকে তুলে ধরা হবে। সিনেমাটির বিরাট একটা অংশের শুটিং হবে ফরিদপুর এবং বিএফডিসিতে। এই মাসের ৯ অক্টোবরে (অনুদানের সিনেমা) ‘জলরঙ’ এর শুটিং শুরু হয়েছে গাজীপুরে। গাজীপুরের হোতাপাড়া ছাড়াও টেকনাফ, সেন্ট মার্টিন ও মালয়েশিয়ায় সিনেমাটির দৃশ্যধারণ করা হবে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় সাইমন সাদিক। তার সহশিল্পী হিসেবে আছেন চিত্রনায়িকা উষ্ণ। ছবিটি পরিচালনা করছেন কবিরুল ইসলাম রানা মানবপাচারের গল্প নিয়ে ‘জলরঙ’ সিনেমাটি তৈরি হচ্ছে। নদী ও নারীর জীবন নিয়ে নির্মিত হচ্ছে অরুণ চৌধুরীর সিনেমা ‘জ্বলে জ্বলে তারা’। ইতোমধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। মানুষের যাপিত জীবনের উপাখ্যান চিত্রায়িত হবে ‘জ্বলে জ্বলে তারা’ সিনেমায়। গত ১৩ অক্টোবর চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি নায়িকা মিথিলা। চুক্তিবদ্ধ হওয়ার ঠিক একদিন পরই চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। মিথিলাকে ছাড়াই ছবিটির প্রথম লটের শুটিং শেষ হয়। ছবিটিতে গ্রামীণ একজন নারীর চরিত্রে দেখা যাবে মিথিলাকে। মিথিলার কো আর্টিস্ট হিসেবে থাকছেন নাঈম। ‘জলে জ্বলে তারা’ সিনেমায় মিথিলা-নাঈম ছাড়াও আছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মুনিরা আখতার মিঠু, মোস্তাফিজুর নূর ইমরান, ইকবাল, শখ, প্রমুখ। ছবিটির গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী। মনপুরা খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘গুনিন’র শুটিং শুরু হয় ১৫ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়ায় শুটিং শেষে মানিকগঞ্জে হবে কিছু অংশের শুটিং। জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে ‘গুনিন’ নির্মিত হচ্ছে। এতে অভিনয় করছেন চিত্র নায়িকা পরীমনি এবং শরীফুল রাজ। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার মাধ্যমে জামিনের পর প্রথম কাজে ফিরতে যাচ্ছেন পরীমনি। ২০২০-২১ অর্থবছরে মোট ২০টি বাকিসহ কিছু সিনেমার শুটিং শুরু হবে চলতি বছর। পরিস্থিতি স্বাভাবিক থাকলে খুব শিগগিরই সিনেমা শিল্পের সুদিন ফিরে আসবে।
:: রেজা শাহীন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়