অভিযুক্ত ইভ্যালির ১০ কর্মকর্তা : ডিজিটাল আইনে মামলার আবেদন খারিজ

আগের সংবাদ

উজানে খরা ভাটিতে দখল-দূষণ : বিশ্ব নদী দিবস আজ

পরের সংবাদ

পূজার হালচাল

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নদীকেন্দ্রিক জনপদের মানুষের জীবনযাত্রা ও নৌকাবাইচের গল্পে নির্মিত হবে ‘গলুই’। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। খোরশেদ আলম খসরুর প্রযোজনায় এটি পরিচালনা করবেন এস এ হক অলিক। এতে সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন পূজা চেরি। ইতোমধ্যেই সিনেমাটির শুটিং শুরু হয়েছে টাঙ্গাইলে। শুটিংয়ে অংশ নিয়েছেন পূজা চেরি। আগামীকাল পর্যন্ত সেখানে শুটিং চলবে। সিনেমাটির পূর্বপ্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে পূজা বলেন, ‘সিনেমাটির জন্য নিজের ওজন বাড়িয়েছি। কীভাবে পেরেছি, তা নিজেও জানি না! যে আমি ওজন ১ কেজি থেকে ২ কেজি বাড়লেই পাগল হয়ে যেতাম সে আমি ওজন বাড়িয়ে ফেলেছি ৪ থেকে ৫ কেজি। এই হচ্ছে পূর্বপ্রস্তুতি।’ চরিত্র প্রসঙ্গে পূজা বলেন, এ সিনেমার গল্প এখনকার সময়ের নয়। কিছু বছর আগের কাহিনী। গল্পের জন্য আমাকে অনেক পেছনে যেতে হয়েছে। ওই সময়ের চরিত্র নিয়ে স্টাডি করতে হয়েছে। কথা বলার ধরন, হাঁটা-চলা সব কিছু আয়ত্ত করতে হয়েছে। স্ক্রিপ্ট পড়ছি। শিশু শিল্পী হিসেবে শাকিব খানের সঙ্গে স্ক্রিনে দেখা গেলেও এবারই প্রথম নায়িকা হিসেবে দেখা যাবে পূজা চেরিকে। এ বিষয় নিয়ে পূজা বলেন, ‘এটা নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। নায়িকা হিসেবে প্রথমবার উনার সঙ্গে কাজ করতে যাচ্ছি। আলাদা একটি ভালো লাগা তো অবশ্যই আছে। আমি আসলে এক্সসাইটেড! কারণ অনেকে প্রশ্ন তুলছে, শাকিব খানের সঙ্গে পূজার কীভাবে মানাবে? মেনে নিতে পারছে না অনেকে। পরিচালক তো অনেক অভিজ্ঞ। তিনি বুঝে-শুনেই আমাকে কাস্ট করেছেন। সে জায়গা থেকে আমি সবাইকে বুঝিয়ে দিতে চাই যে সবই সম্ভব।’ অর্থাৎ এক প্রকার চ্যালেঞ্জ হিসেবেই এ সিনেমাকে দেখছেন এ চিত্রনায়িকা। এদিকে সম্প্রতিই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে হৃদিতা সিনেমার শেষ লটের কাজ শেষ করে ফিরেছেন পূজা। এ প্রসঙ্গেও পূজা বলেন, অনেক জার্নি করতে হয়েছে। তবে যখন আউটপুটটা দেখেছি, সব কষ্ট দূর হয়ে গেছে। শান্তি লেগেছে। অন্যদিকে বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে পূজার। তবে সেসব সিনেমার মুক্তির ব্যাপারটা অবস্থার ওপর নির্ভর করছে।
:: শাকিল মাহমুদ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়