টার্গেট পূরণে সংশয়! : দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ২০০০ টন ইলিশ

আগের সংবাদ

এনআইডি স্বরাষ্ট্রে নেয়ার প্রক্রিয়া জানেই না ইসি

পরের সংবাদ

ফুলপরী

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

এক দেশে ছিলো এক রাজা। রাজার ছিলো ফুটফুটে এক রাজকন্যা। এখনো খুব ছোট সে। নাম ‘ফুলপরী’। রাজকন্যা জন্মের সময় রানীমা স্বপ্নে দেখেন তার পুরো প্রাসাদজুড়ে ফুল আর ফুল। এত ফুল সে জীবনেও দেখেনি। আর তাই রাজকন্যা জন্মগ্রহণ করলে তার নাম রাখা হয় ফুলপরী। রাজকন্যা দেখতে ছিলে পরীর মতোই সুন্দর।
ফুলপরী ছোটবেলা থেকে বাগানে খেলতে পছন্দ করে। বাগানে অনেক অনেক ফুল গাছ। রাজা শুধুমাত্র ফুল পরীর জন্যই এত ফুল গাছ রোপণ করেছে।
লাল, সাদা, নীল, হলুদ, গোলাপি কত রং ফুল যার কোনো শেষ নেই। ফুলপরী হেঁঁটে হেঁটে বাগানে ঘুরে বেড়ায়।
একদিন সকালে ফুলপরী বাগানে একা একা হাঁটছিলো। মুগ্ধ হয়ে সকালের ফুটে থাকা ফুল দেখছিলো। হঠাৎ তার নজরে পড়লো, একটু দূরেই খুব সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, টকটকে লাল জামা পরা।
ফুলপরী এগিয়ে গেলো মেয়েটার সামনে। এত সুন্দর মেয়ে আগে কখনো দেখেনি ও।
ফুলপরীকে দেখে মেয়েটা বলে উঠলো- শুভ সকাল ফুলপরী, কেমন আছো তুমি?
অচেনা কারো মুখে তার নাম শুনে অবাক হয়ে ফুলপরী বললো- কে তুমি? তোমাকে তো আগে কখনো দেখিনি এখানে!
মেয়েটা হেসে উঠে বললো- আমার নাম লালপরী, আমি পরীর দেশ থেকে এসেছি, তোমাদের এই ফুল বাগানে আমি মাঝে মাঝেই আসি, কিন্তু তোমাকে কখনো দেখেনি রাজকন্যা। আজ খুব ভালো লাগছে তোমার সঙ্গে দেখা হয়ে।
ফুলপরী আরো অবাক হয়ে জিজ্ঞেস করলো- তুমি সত্যিই পরী?
লালপরী হেসে বললো- হ্যাঁ গো, তুমি ফুলপরী আর আমি লালপরী!
ফুলপরী বললো- আমাদের এখানে কেনো এসেছো তুমি?
লালপরী বললো- তোমাদের বাগানটা অনেক সুন্দর, প্রতিদিন কত শত ফুল ফোটে, আমরা না এসে কি করে থাকি বলো!
ফুলপরী বললো- তোমরা বুঝি ফুল খুব পছন্দ করো?
হেসে উঠে লালপরী আবার বললো- হ্যাঁ গো… যেখানেই সুন্দর সেখানেই আমরা। পৃথিবীতে সবাই যদি গাছপালা ও ফুলের যতœ নিত তবে পুরো পৃথিবীটাই সুন্দর হয়ে উঠতো।
ফুলপরী বললো- তোমার সঙ্গে কথা বলে ভালো লাগছে! তুমি কি আমার বন্ধু হবে?
মুচকি হেসে লালপরী বললো- কেন হবো না? অবশ্যই হবো, আমারো ভালো লাগে তোমাদের বাগানটা।
এরপর থেকে ফুলপরী আর লালপরী দুজন মিলে সারাদিন খেলাধুলা করে, বাগানে ঘুরে বেড়ায়।
ফুলপরী এসে রাজার কাছে আবদার করে। পুরো রাজ্যে যাতে কেউ গাছ না কেটে ফেলে, একটা গাছ কাটলে যাতে নতুন পাঁচটা গাছ রোপণ করে। আর প্রতিটা বাড়িতে যাতে সবাই ফুলের বাগান করে।
এতে করে সব জায়গা সুন্দর হয়ে যাবে। আর মানুষ প্রতিদিন ফুল দেখলে তার মনও সুন্দর থাকবে।
ফুলপরীর কথা মতো পুরো রাজ্যে তাই করা হলো। তারপর থেকে তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়