টার্গেট পূরণে সংশয়! : দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ২০০০ টন ইলিশ

আগের সংবাদ

এনআইডি স্বরাষ্ট্রে নেয়ার প্রক্রিয়া জানেই না ইসি

পরের সংবাদ

উল্টাপাল্টা ছড়া

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ইলিশ পাখি উড়ছে দেখো
ওই যে আকাশ লালে,
কাক মাছেরা কাটছে সাঁতার
পুকুর-বিলে-খালে।

ছোট্ট মিতুল পাগড়ি পরে
কাল করেছে বিয়ে,
বুড়ো-বুড়ির দলটা দেখো
খেলছে মাঠে গিয়ে।

ইংরেজিটা কষছে বাবা
অংক পড়ে মা,
পড়াশোনায় বাবা-মায়ের
মনটা বসে না।

খোকন সোনা রান্না করে
রান্নাঘরে বসে,
গাছের আপেল ওপর দিকে
যাচ্ছে খসে খসে।

অফিস করে, বাজার করে
ছোট্ট মেয়ে তানি,
কষ্ট, তবু টানতে হবে
এ সংসারের ঘানি।

গ্যালারিতে বসে মানুষ
দেখছে লুডু-ক্যারম,
সুস্থ লোকের সারা বছর
লেগেই আছে ব্যারাম।

অসুস্থরা সকল কাজে
ভীষণ পারদর্শী,
নিয়মিতই তাদের সেবা
পাচ্ছে পাড়া পড়শি।

আমার মতো করতে কি চাও
উল্টাপাল্টা চর্চা?
শিখেয়ে দেবো, করতে হবে
একটুখানি খরচা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়