উড়াল সড়কে সিএনজি উল্টে নিহত ১

আগের সংবাদ

জঙ্গি টার্গেটে কূটনৈতিক জোন! এক হামলাকারী আটক : নিরাপত্তা জোরদার : বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি

পরের সংবাদ

উত্তম কুমারের ছবিস্বত্ব নিয়ে জটিলতা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মহানায়ক উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন। অতনু বসুর ছবি ‘অচেনা উত্তম’-এর প্রযোজনা সংস্থার পক্ষে গত মঙ্গলবার সকালে তাকে আইনি নোটিস পাঠানো হয়েছে। শুধু তাকেই নয়, ‘অতি উত্তম’ ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং প্রযোজনা সংস্থা ক্যামেলিয়া প্রোডাকশন হাউসেও আইনি নোটিস গিয়েছে। অভিযোগ উত্তম কুমারের নাতি গৌরব এবং পরিবারের আরো চার জন চুক্তির শর্ত অমান্য করেছেন। গৌরব বললেন, ‘সৃজিতদা যে ছবিটি বানাচ্ছেন, সেটা তো আর জীবনীচিত্র নয়। ‘অচেনা উত্তম’-এর প্রযোজনা সংস্থা অলকানন্দা আর্টসের সঙ্গে আমাদের পরিবারের যে চুক্তি স্বাক্ষর হয়েছে, তা কেবলমাত্র জীবনীচিত্রের জন্য। সৃজিতদা কেবল কয়েকটি ছবির ক্লিপিংস ব্যবহারের অনুমতি নিয়েছেন। তার থেকেও বড় কথা, দাদুর সেই ছবিগুলোর স্বত্ব তো আমার কাছে নেই। যে প্রযোজনা সংস্থার কাছে আছে, তারাই স্বত্ব দিয়েছে সৃজিতদাদের। আমরা কেবল অনুমতি দিয়েছি। আর সেই চুক্তি সম্পন্ন হয়েছে অলকানন্দা আর্টসের সঙ্গে স্বাক্ষরের অনেক আগে।’ অলকানন্দা আর্টসের দাবি, তাদের সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করা হয়েছে তাতে বলা ছিল, কেবল মাত্র তারা ছাড়া উত্তম কুমারের ব্যক্তিগত জিনিসপত্র আর কেউ ব্যবহার করতে পারবে না। এমনকি উত্তম কুমারের নাম এবং ছবিও ব্যবহার করা যাবে না। কিন্তু সৃজিত পরিচালিত সেই ছবির পোস্টার মুক্তি পাওয়ার পরই দেখা গিয়েছে, শিরোনামে উত্তমের নাম এবং ছবি ব্যবহৃত হয়েছে। তা ছাড়া ‘উত্তম কুমারের নাতি’ হিসেবে অভিনয় করছেন গৌরব। চুক্তি অনুযায়ী, উত্তম কুমারের পরিবারের কোনো সদস্য তাদের আসল পরিচয় নিয়ে কোনো ছবিতে অভিনয় করতে পারবেন না। করতে চাইলে অলকানন্দা আর্টসের কাছ থেকে অনুমতি নিতে হবে। অলকানন্দা আর্টসের পক্ষ থেকে জানা যায়, বড় টাকার অঙ্কে উত্তম কুমারের স্বত্ব কেনাবেচা হয়েছে। তারপরই উত্তম কুমারের মৃত্যুর ৪১ বছর পার হয়ে প্রথম বার তার জীবনীচিত্রের প্রস্তুতি নেয়া হয়। সেই প্রসঙ্গে গৌরব বললেন, ‘দাদুর জীবনীচিত্রের স্বত্ব দেয়া হয়েছে তাদের কেবল কয়েক বছরের জন্য নয়। প্রযোজকের সারা জীবনের জন্য। আমার তো ধারণা, হিসেব করলে, তার মূল্য হওয়া উচিত কোটির কাছে। কিন্তু আমার মতে, অত টাকার হিসাব তো হয়নি।’ গৌরবের বক্তব্য, একজন অভিনেতা হিসেবে তিনি যে কোনো চরিত্রে অভিনয় করতে পারেন। সেটি তার পেশা। সেখানে কারো কোনো বক্তব্য থাকতে পারে না বলেই তার দাবি। আপাতত গৌরব চুক্তিগুলো নিয়ে তার আইনজীবীর সঙ্গে কথা বলছেন। খুব তাড়াতাড়ি আইনি নোটিসের জবাব দিতে পারবেন বলেই জানিয়েছেন উত্তম-পৌত্র।
:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়