মিজান ও বাছিরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৬ সেপ্টেম্বর

আগের সংবাদ

রেলে বাড়েনি সেবার মান

পরের সংবাদ

একটু হাসো

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বাইরে থেকে দরজা নক করছে।
ভেতর থেকে : কে?
বাইরে থেকে : আমি।
ভেতর থেকে : আমি কে?
বাইরে থেকে : আরে, আপনি কে আমি কী করে বলব?

২.
বস : কী ব্যাপার! আপনি এতক্ষণ কোথায় ছিলেন?
কর্মী : চুল কাটাতে গিয়েছিলাম।
বস : কি! আপনি অফিস টাইমে চুল কাটাতে গিয়েছিলেন?
কর্মী : তাতে কী হয়েছে? চুলটাও তো অফিস টাইমে বড় হয়েছিল।
বস : সেটা তো বাড়ি থাকাকালীনও বড় হয়েছে।
কর্মী : তাই তো একেবারে টাকলু হয়ে যাইনি। যতটুকু অফিসে বড় হয়েছিল; ততটুকু কেটেছি!
৩.
নতুন বছরের প্রথম দিন মালিক বলছেন চাকরকে-
মালিক : গত বছর তুই বেশ ভালো কাজ করেছিস। এই নে ১০ হাজার টাকার চেক।
চাকর : চেকে তো সাইন করা নেই স্যার।
মালিক : এ বছর এমন ভালো কাজ করে দেখাতে পারলে আগামী বছর চেকে সই করে দেব!

৪.
১ম চাপাবাজ : আমি এত গরম চা খাই যে, কেতলি থেকে সোজা মুখে ঢেলে দেই!
২য় চাপাবাজ : কী বলিস! আমি তো চা-পাতা, পানি, দুধ, চিনি মুখে দিয়ে চুলোয় বসে পড়ি!

:: সংগ্রহ : শাহীদ হাসান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়