মিজান ও বাছিরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৬ সেপ্টেম্বর

আগের সংবাদ

রেলে বাড়েনি সেবার মান

পরের সংবাদ

ইশকুল খুলল

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কতদিন কতদিন ইশকুলে যাইনি
কতদিন মন খুলে সুখে গান গাইনি।
কতদিন পরে আহা, পাঠশালা খুলল
আমাদের মতো সব কচিপ্রাণ দুলল।

ঘণ্টাটা ছিল চুপ, মাঠখানা সুনসান-
ঘরে থেকে থেকে খুব হয়ে গেছি হয়রান।
বইখাতা-বেঞ্চের মুখ ছিল গোমড়া
তারা যেন বলছে, কোথা ছিলে তোমরা?

ইশকুলে ছিল চুপ সব শ্রেণিকক্ষ
তার সাথে নেই বলো কতদিন সখ্য!
কতদিন পরে দেখা বন্ধুর মুখটা-
ওহো কী যে শান্তি, মনে পাই সুখটা।

ইশকুল মানে হলো জুঁই কেয়া বেলি ফুল
চলো ভাই, চলো বোন ছুটে যাই ইশকুল।
আজকের ইশকুল মুখরিত চারিপাশ
সকলের পদভারে থেকে যাক বারোমাস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়