প্রণোদনা ঋণের জন্য ঘুষ লাগে ২৯ শতাংশ ব্যবসায়ীর

আগের সংবাদ

অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে : করোনার প্রকোপ কমার পর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও বিষণ্নতার বড় আঘাত আসছে

পরের সংবাদ

মানুষ বড় হয় বলে

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মানুষ যত বড় হতে থাকে,
কমতে থাকে তার আত্মীয়ের সংখ্যা।
বাড়তে থাকে মুখে মধু আর বুকে বিষধারী
শুভাকাক্সক্ষীর সংখ্যাও।

মানুষ যত বড় হতে থাকে,
চিনতে থাকে কে আপন কে পর।
কে কাছের জন, কে সুদূরের মানুষ,
কেবা ফণা তোলা সাপের মতো বিষধর।

মানুষ যত বড় হতে থাকে,
পথে পথে হোঁচট খেয়ে বুঝতে পারে-
কে তার জন্য বুকে সঞ্চয় করে রাখে
উপহাসের দুধে পাতানো দই।
কেবা সুযোগ পেলে বিঁধিয়ে দিতে চায়,
ঠাট্টার ছলে সূ² কথার সুঁই।

মানুষ যদি এমন করে বড় না হতো,
খেলার মাঠে পায়ের তলায়,
থাকত পড়ে তার হৃদয়ের সব অভিযোগ।
মানুষ বড় হয় বলে-
হারাতে হয় সুখে থাকার সকল সুযোগ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়