কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর

আগের সংবাদ

শাড়িতেই এবার পকেট

পরের সংবাদ

মধুমতি ব্যাংক : নেক মানি ট্রান্সফারের সঙ্গে চুক্তি

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মধুমতি ব্যাংক লিমিটেড এবং নেক মানি ট্রান্সফার লিমিটেডের মধ্যে একটি চুক্তি গত বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান, ঢাকায় স্বাক্ষরিত হয়েছে। মধুমতি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম এবং নেক মানি ট্রান্সফার লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইকরাম ফরাজী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় মধুমতি ব্যাংকের এসইভিপি ও করপোরেট এন্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাহীন হাওলাদার, ইভিপি ও আন্তর্জাতিক বিভাগের প্রধান ফাহমিদা সাইদ সাকী এবং নেক মানি ট্রান্সফার লিমিটেডের পক্ষে পরিচালক ডা. আনোয়ার ফরাজী ইমনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর ফলে এখন থেকে মধুমতি ব্যাংকের গ্রাহক নেক মানি ট্রান্সফার লিমিটেডের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো অর্থ-রেমিট্যান্স মধুমতি ব্যাংকের যে কোনো শাখা, এজেন্ট পয়েন্ট থেকে সরাসরি অতি দ্রুত উত্তোলন করতে পারবে। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়