ওবায়দুল কাদের : ২১ আগস্ট মামলার আপিল শুনানি শুরু শিগগিরই

আগের সংবাদ

মহামারিতে মেগা প্রকল্পে স্থবিরতা

পরের সংবাদ

পূবালী ব্যাংকের রেমিট্যান্স আহরণ চুক্তি

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ইউরোপসহ বিশ্বের ৯০টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিট্যান্সের অর্থ নিরাপদে, স্বল্পতম সময়ে ও সহজতম উপায়ে প্রাপকের হাতে পৌঁছে দেয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক লিমিটেড এবং ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল, ইতালির মধ্যে একটি রেমিট্যান্স আহরণ চুক্তি ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এসআরএলের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ফরাজী ও পূবালী ব্যাংক লিমিটেডের আন্তর্জাতিক বিভাগ প্রধান ও উপমহাব্যবস্থাপক নিশাত মাইসুরা রহমান। এ সময় পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আলম খান চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আলী, উপব্যবস্থাপনা পরিচালক জাহিদ আহসান ও মোহাম্মদ শাহাদাত হোসেন এবং ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এসআরএলের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুল্লাহ্ আল মাসুম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়