ওবায়দুল কাদের : ২১ আগস্ট মামলার আপিল শুনানি শুরু শিগগিরই

আগের সংবাদ

মহামারিতে মেগা প্রকল্পে স্থবিরতা

পরের সংবাদ

আনসার আল ইসলামের এক সংগঠক গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : মৌলভীবাজার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সংগঠক ও সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম মো. আজিজুর রহমান জাহিন। গতকাল বুধবার ভোরে মৌলভীবাজার সদরের জগন্নাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে তার সহযোগী পালিয়ে গেছে বলে দাবি এটিইউর। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল, দুইটি সিম কার্ড ও বিপুল পরিমাণে উগ্রবাদী বই, প্রশিক্ষণ ও কৌশলবিষয়ক ম্যানুয়াল, প্রচারপত্রের সফ্ট কপি, সংরক্ষিত ভিডিও, প্রিন্টেট বই ও পুস্তিকা জব্দ করা হয়েছে।
এটিইউর পুলিশ সুপার (মিডিয়া এন্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, জাহিন তার ফেসবুক আইডি ব্যবহার করে উগ্রপন্থি মতবাদ, গণতন্ত্র ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্টের মাধ্যমে সহযোগীদের জঙ্গিবাদী কার্যক্রমে উদ্বুদ্ধ, জিহাদের প্রশিক্ষণের আহ্বান, সদস্য সংগ্রহ এবং বিভিন্ন উগ্রবাদী বই, স্ক্রিনশট ও উগ্রবাদী ভিডিও দেয়া-নেয়া করত।

কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করাই ছিল তাদের মূল উদ্দেশ্যে। জাহিন ফেসবুকসহ বিভিন্ন অনলাইন যোগাযোগের মাধ্যমে আনসার আল ইসলামের মতবাদ প্রচারের জন্য প্রচারণা চালাত। এজন্য সে বিভিন্ন ধরনের বই ও প্রচারপত্র তৈরি করে অনলাইনে ও সরাসরি তার সহযোগীদের মধ্যে বিতরণ করত।
পুলিশ সুপার বলেন, তারা নিজেদের মধ্যে বিভিন্ন সিকিউরড অ্যাপসের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা, অনলাইন সম্মেলন ও অনলাইনভিত্তিক প্রচারণা, গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংহতি, জননিরাপত্তা বিপন্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং প্রচারণা চালাচ্ছিল। জাহিনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়