চাঁদাবাজির মামলা ৪ দিনের রিমান্ডে দর্জি মনির

আগের সংবাদ

বন্যার পদধ্বনি : পদক্ষেপ এখনই নিতে হবে

পরের সংবাদ

ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকা

প্রকাশিত: আগস্ট ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৬৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৮ লাখ ৫৮৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৮১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ইউনাইটেড পাওয়ার ৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। জেনেক্স ইনফোসিস ২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, এডিএন টেলিকম, আলিফ ইন্ডাস্ট্রিজ, আমান ফিড, এশিয়া প্যাসিফিক ডেনিমস, এশিয়ান সন্ধানী টাইগার গ্রোথ ফান্ড, আজিজ পাইপস, বিএটিবিসি, বিডি থাই অ্যালুমিনিয়াম, বিকন ফার্মা, বার্জার পেইন্টস, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ঢাকা ডাইং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, ফার কেমিক্যাল, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, জিপিএইচ ইস্পাত, এইচআর টেক্সটাইল, ইন্দো-বাংলা ফার্মা, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কে এন্ড কিউ, কেডিএস এক্সেসরিজ, কেয়া কসমেটিকস, লুব-রেফ বিডি, মালেক স্পিনিং, ম্যারিকো, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, পেপার প্রোসেসিং, প্যাসিফিক ডেনিমস, পিএইচপি মিউচুয়াল ফান্ড ওয়ান, প্রিমিয়ার সিমেন্ট, প্রাইম ফাইন্যান্স, প্রগেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রহিমা ফুড, আরএকে সিরামিকস, আরডি ফুড, রূপালী ব্যাংক, স্যালভো কেমিক্যাল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সিঙ্গারবিডি, সোনালি পেপার, শাইনপুকুর সিরামিকস, এসপিসিএল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়