চাঁদাবাজির মামলা ৪ দিনের রিমান্ডে দর্জি মনির

আগের সংবাদ

বন্যার পদধ্বনি : পদক্ষেপ এখনই নিতে হবে

পরের সংবাদ

বিভিন্ন স্থানে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশিত: আগস্ট ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এ সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
রংপুর : সকালে স্থানীয় টাউন হল চত্বরে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ছাফিয়া খানম, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখাসহ সাধারণ জনগণ শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
রাজশাহী : বেলা ১১টায় কুমারপাড়ার দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বক্তব্য রাখেন আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার।
সভায় খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল একজন মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, ছিলেন একজন আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনীতি ছাড়াও তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক হিসেবেও বেশ খ্যাতি অর্জন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল, তখন শেখ কামাল মুক্তিযুদ্ধে অসামান্য প্রতিভা প্রদর্শন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি ঘাতকের হাতে সপরিবারে নিহত হন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, রেজাউল ইসলাম বাবুল, ডা. তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসলাম সরকার, মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, আইন সম্পাদক এডভোকেট মুসাব্বিরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, যুব ও ক্রীড়া সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. ফ ম আ জাহিদ, উপদপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য শাহাব উদ্দিন, আতিকুর রহমান কালু, হাফিজুর রহমান বাবু, এডভোকেট রাশেদ-উন-নবী, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য মালিহা জামান মালা, ইফফাত আরা কামাল, নগর কৃষক লীগ সভাপতি রহমতুল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর মহিলা লীগ সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, নগর সৈনিক লীগের আহ্বায়ক সুমন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলীসহ নেতারা।
খুলনা : বেলা ১১টায় খুলনার শঙ্খমার্কেট দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার উদ্যোগে দোয়া ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেন, শেখ কামালের জীবনদর্শনকে অনুকরণ করে বর্তমান যুবসমাজকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ নেতা মুন্সি মো. মাহবুব আলম সোহাগ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম, নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিত ঘোষ, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, যুবলীগ নেতা রোজি ইসলাম নদী, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, এডভোকেট আল আমীন উকিল, মো. আবুল হোসেন, কাজী কামাল হোসেন, সওকাত হোসেন, মোহাম্মদ আলী, অভিজিত চক্রবর্তী দেবু, কবির পাঠান, জুয়েল হাসান দিপু, মোস্তফা শিকদার, ইব্রাহিম মার্শাল, মহিদুল ইসলাম মিলন, মসিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, কে এম শাহীন হাসান, ইয়াসিন আরাফাত ও রাশেদুল ইসলাম। এ সময় পাঁচ শতাধিক অসহায়, নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অন্যদিকে এ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর ১২টায় শঙ্কমার্কেট দলীয় কার্যালয়ে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্ত দেয়ার মাধ্যমে এ রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা সদর থানা আওয়ামী লীগ ও আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ সদস্য এস এম আকিল উদ্দিন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিত কুমার ঘোষ, মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ কে এম শাহজাহান কচি, মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ।
বরিশাল : বৃহস্পতিবার বিকালে নগরীর কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবন প্রাঙ্গণে আলোচনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে দোয়া মোনাজাতের আগে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার সংক্ষিপ্ত বক্তব্যে ’৭৫-এর ১৫ আগস্টে ঘাতকদের গুলিতে নির্মমভাবে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান রিন্টু, প্যানেল মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ত্রিশটি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক এবং কাউন্সিলররা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়