৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল

আগের সংবাদ

ট্র্যাকে জ্যামাইকান সুন্দরীদের রাজত্ব

পরের সংবাদ

বাবার নামে অক্ষয়ের স্কুল

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ৩১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার প্রাকৃতিক দুর্যোগ হোক, কিংবা মহামারি, আবার কখনো বা ভারতীয় সেনাবাহিনীর প্রয়োজনে বারবার এগিয়ে এসেছেন। এবার কাশ্মিরের তুলেইলে এলাকায় একটি জরাজীর্ণ স্কুলের পুনঃনির্মাণের জন্য ১ কোটি টাকা অনুদান দিলেন অক্ষয়। অক্ষয় কুমারের অনুদানের টাকায় ফের নির্মাণ হতে চলেছে কাশ্মিরের তুলেইলে এলাকার ওই স্কুলটি। ওই স্কুলের একটি ব্লকের নাম রাখা হবে অক্ষয়ের বাবা হরি ওম ভাটিয়ার নামে। তারই ভিত্তিপ্রস্তর স্থাপনের একটি ছবি উঠে এসেছেন বিএসএফের টুইটার হ্যান্ডেলে। গত ২৭ জুলাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে অক্ষয় নিজেও ভিডিও কলে উপস্থিত ছিলেন। গোটা অনুষ্ঠানটিই অবশ্য এদিন ভার্চুয়াল মাধ্যমেই অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, গত ১৭ জুন, জম্মু-কাশ্মিরে গিয়েছিলেন অক্ষয় কুমার। ওইদিন জম্মু-কাশ্মিরের বান্দিপোরার জেলার একটি ক্যাম্পে যান অক্ষয়। সেখানে সেনাবাহিনী এবং বিএসএফ জওয়ানদের সঙ্গে সময় কাটাতে হয়েছিল তাকে। পরে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে বিএসএফের পক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানেও যোগ দেন তিনি। ওইদিন তাকে কখনো জওয়ানদের সঙ্গে ভলিবল খেলতে কখনো আবার ভাংরা নাচে অংশ নিতে কখনো বা সেনা জওয়ানদের সঙ্গে পাঞ্জা লড়তে দেখা যায়। সেসব ছবি উঠে এসেছিল অক্ষয়ের সোশ্যাল মিডিয়ায়। সেসময়ই কাশ্মিরের তুলেইল এলাকায় গিয়ে তার নজরে পড়েছিল ওই জরাজীর্ণ স্কুলটি। তখনই তিনি স্কুলটির পুনঃনির্মাণের জন্য অনুদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেইমতোই তৈরি হচ্ছে স্কুলটি।
:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়