আপিল বিভাগের আদেশ : ল্যাবএইডের ডাক্তার হত্যায় আমিনুলের মৃত্যুদণ্ড বহাল

আগের সংবাদ

ঝুঁকি নিয়েই উঠল লকডাউন

পরের সংবাদ

কুরবানির গরু

প্রকাশিত: জুলাই ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আমার বাবা আর বাবার অফিসের আঙ্কেলরা মিলে বিকালে হাটে গেছে গরু কিনতে। আমাদের বাসা থেকে গরুর হাট বেশ দূরে। তাই তারা হাটে পৌঁছালো সন্ধ্যায়। হাটে ঢুকে গরু দেখছে তো দেখছে। দেখছে তো দেখছে। কিন্তু একটাও পছন্দ হচ্ছে না। সবাই ভাবল- শেষ পর্যন্ত যদি গরু কেনা না হয় তাহলে তো কুরবানি হবে না। কারণ আজ শুক্রবার। আগামীকাল শনিবার ঈদ। হঠাৎ একটি গরু পছন্দ হলো। কেনাও হলো। কিন্তু এখনো আরেকটি গরু কেনা বাকি।
ঘুরতে ঘুরতে একটি গরুর দিকে বাবার চোখ পড়ল। বাবা বলল, ‘চলেন ওই গরুটা দেখি। গরুটা বেশ সুন্দর।’ গরুটা সবার খুব পছন্দ হলো। এক আঙ্কেল বলল, ‘বাহ্ গরুটা সত্যিই সুন্দর! আমরা এটাই কিনব। কিন্তু গরুটা এমন জোরে জোরে ডাকছে কেন?’
গরু বিক্রেতা বলল, ‘ভাই এই গরুটার খুব কষ্ট। কারণ ওর একটি ভাই ছিল। ভাইটি বিক্রি হয়ে গেছে। তাই ওর মন খারাপ। এজন্য বারবার জোরে জোরে ডাকছে। আপনারা এই গরুটি কিনতে পারেন। খুবই শান্ত গরু।’
তারপর ওই গরুটাও কেনা হলো। সাথে সাথে পিকআপও পাওয়া গেল। একজন বলল, ‘ইস গরুটার কি কষ্ট!’ আরেকজন বলল, ‘হুম গরুটার অনেক কষ্ট।’ আরেকজন বলল, ‘এখন রাত ১১টা বাজে। কখন যে বাসায় পৌঁছব!’
পিকআপটি রাত ১২টার দিকে বাসায় পৌঁছল। গরু দুটি পিকআপ থেকে নামিয়ে গ্যারেজে রাখা হলো। লাল টকটকে দুটি গরু। চেহারায় খুব মায়া। খুবই শান্ত। কিন্তু একটি গরু কিছু সময় পরপর ডেকেই চলেছে। ডেকেই চলেছে। হঠাৎ ওই গরুটা দেখল তার ভাই ওই গ্যারেজেই আছে। আরেকটি আঙ্কেল গরুটি কিনেছে। আমাদের গরুটা তখন দড়ি ছিঁড়ে ভাইয়ের কাছে চলে গেল। গরুটা তার হারিয়ে যাওয়া ভাইটিকে খুঁজে পেল। গরুটা এখন মহাখুশি। আমরা অনেক খুশি হলাম ওদের ভালোবাসা দেখে।
ৎ চতুর্থ শ্রেণি, এইমস ডিজিটাল স্কুল
উত্তরা, ঢাকা-১২৩০

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়