ভূমিহীনদের ঘর পুনর্নির্মাণের দাবি বিএনপির

আগের সংবাদ

ঈদ ঘিরে লকডাউন শিথিল : ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত ৮ দিন সারাদেশে বিধিনিষেধ শিথিল, আজ প্রজ্ঞাপন

পরের সংবাদ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

প্রকাশিত: জুলাই ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০টি কোম্পানির সপ্তাহজুড়ে মোট ৪৪ কোটি ৭ লাখ ১৩ হাজার ৫৮৭টি শেয়ার হাতবদল হয়েছে। যার মূলধন হচ্ছে ১ হাজার ৩৯৯ কোটি ১৯ লাখ ৯৩ হাজার টাকা। এর মধ্যে লেনদেনে শীর্ষ ১০ তালিকায় সবচেয়ে বেশি লেনদেন করে প্রথম স্থান গত কয়েক সপ্তাহ ধরে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো)। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৭৯ লাখ ৫৭ হাজার ৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৪৩৬ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৫০ লাখ ৪২ হাজার ৭৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১৫৫ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার টাকা। ১৪ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার ৪০১টি শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড। যার বাজারমূল্য ১৩৬ কোটি ৫১ লাখ ৭২ হাজার টাকা। লেনদেনের চতুর্থ স্থানে রয়েছে এমএল ডায়িং লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৫১ লাখ ৩৮ হাজার ৪১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১১৫ কোটি ৭৯ লাখ ১৮ হাজার টাকা। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ৫৫৮টি শেয়ার লেনদেন হয়েছে।
যার বাজারমূল্য ১০৩ কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকা।
বাকি কোম্পানিগুলো হচ্ছে ষষ্ঠ স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড, সপ্তম স্থানে রয়েছে আমান ফিড লিমিটেড, তালিকায় অষ্টম স্থানে রয়েছে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, লেনদেনের নবম স্থানে রয়েছে ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড এবং তালিকায় সর্বশেষ স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়