মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস : মাদকের আগ্রাসন থেকে যুবসমাজকে বাঁচাতে হবে

আগের সংবাদ

৮০-তে পা রাখলেন ফেরদৌসী রহমান

পরের সংবাদ

বেসিস আইসিটি অ্যাওয়ার্ড আজ

প্রকাশিত: জুন ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

তথ্যপ্রযুক্তি সেক্টরে বাংলাদেশের বড় অ্যাওয়ার্ড ‘বেসিস আইসিটি অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান অনুষ্ঠান আজ রবিবার। চতুর্থবারের মতো আয়োজিত ‘বেসিস আইসিটি অ্যাওয়ার্ড ২০২০’ এর গোল্ড স্পন্সর দারাজ। ২৭ জুন বিকেল ৪টায় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি আরটিভিতে প্রচারিত হবে। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে বেসিস ও দারাজ বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসিসের পক্ষে সভাপতি সৈয়দ আলমাস কবীর এবং দারাজ বাংলাদেশ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ মোস্তাহিদল হক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৈয়দ আলমাস কবীর বলেন, তথ্যপ্রযুক্তি খাতের দেশসেরা উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করে তাদের উৎসাহ প্রদান করার লক্ষ্যে বেসিস আইসিটি অ্যাওয়ার্ড প্রদান করি। এ বছর দারাজকে আমাদের সাথে পেয়ে বেসিসের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়