হৃত মর্যাদা ফেরত! : কাশ্মিরের নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক নরেন্দ্র মোদির

আগের সংবাদ

বাদলা দিন আসছে!

পরের সংবাদ

মেঘনা ব্যাংক ও ইউরো ভিজিল এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি

প্রকাশিত: জুন ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মেঘনা ব্যাংক লিমিটেড এবং ইউরো ভিজিল প্রাইভেট লিমিটেডের মধ্যে সম্প্রতি এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের হেড অব ল্যায়াবিলিটি এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট ডিভিশন কাজী ফারহানা জাবীন এবং ইউরো ভিজিল প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী রেজা আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন এবং চুক্তিপত্র বিনিময় করেন।
এ সময় ইউরো ভিজিল প্রাইভেট লিমিটেডের জিএম ও হেড অব ফিন্যান্স এন্ড অ্যাকাউন্টস অসিম মন্ডল এসিএ, মেঘনা ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং ইউনিট প্রধান জাহিদুল ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির মাধ্যমে ইউরো ভিজিল প্রাইভেট লিমিটেডের কর্মকর্তারা মেঘনা ব্যাংকে অগ্রাধিকার ভিত্তিতে ব্যাংকিং সুবিধা ভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়