×

রাজনীতি

ফারুক

অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিকভাবে হেয় করার চক্রান্ত চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৯ পিএম

অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিকভাবে হেয় করার চক্রান্ত চলছে

ছবি: ভোরের কাগজ

ড. মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। তিনি বলেন, আবু সাঈদের রক্তের দাগ না শুকাতেই এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশকে অশান্ত করার প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ূথ ফোরামের আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নাল আবেদীন ফারুক বলেন, আজ বিএনপি অফিস ভাঙার নায়ক মেহেদী, হারুন, বিপ্লব ওরা কোথায়? এখনও পুলিশের বিভিন্ন পদে শেখ হাসিনার লোকেরা বহাল তবিয়তে আছেন। এদেরকে যদি আইনের আওতায় না আনেন, তাহলে মানুষ কথা বলবে, মানুষ কষ্ট পাবে। অনুগ্রহ করে এদেরকে আইনের আওতায় আনুন।

আরো পড়ুন: দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশন অন্যতম দায়ী

তিনি বলেন, ‘খুনি হাসিনার ক্ষমা নেই। তাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। বাংলাদেশের যেসব পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার নির্দেশে গুলি করেছেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। না হলে আমাদের ছাত্র সমাজের যারা আত্মাহুতি দিয়েছেন, তারা কবরে থেকেও শান্তি পাবেন না।’

বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি  (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হিরা, বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি

আজ বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি

যে পদ্ধতিতে ৪০ পেরিয়েও ত্বক থাকবে টানটান

যে পদ্ধতিতে ৪০ পেরিয়েও ত্বক থাকবে টানটান

রাঙামাটিতে সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রাঙামাটিতে সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

পর্তুগালের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ড. মাহফুজুল হক

পর্তুগালের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ড. মাহফুজুল হক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App