×

রাজনীতি

বানভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান আওয়ামী লীগের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৮:৫৬ পিএম

বানভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান আওয়ামী লীগের

ছবি: সংগৃহীত

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও শ্রেণিপেশার বিত্তবান মানুষকেও এগিয়ে আসতে আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এই  এই আহ্বান জানিয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এই মুহূর্তে দলের নেতাকর্মীরা যে পরিস্থিতিতে আছে, তাতে সবার পক্ষে এগিয়ে আসা সম্ভব না হলেও যতটুকু পারা যায়- মানুষের এই বিপদের দিনে এগিয়ে আসা উচিত। 

তিনি বলেন, হঠাৎ এই বন্যা দক্ষিণ-পূর্বাংশের কয়েকটি জেলায় ভয়াবহ আকার ধারণ করেছে। যদিও গত জুলাই মাসের প্রথম সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমন বড় বন্যার শঙ্কায় অগ্রিম প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, দলের নেতাকর্মী, সমর্থক সকলের বন্যার্তদের সহায়তা করতে এগিয়ে আসা উচিত। বিগত সময়ে বন্যা মোকাবিলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এগিয়ে এসেছিল বলেই বন্যার্তদের সহযোগিতা করতে পেরেছিলাম, বন্যা পরবর্তী পরিস্থিতিও মোকাবিলা করেছি। নাছিম বলেন, আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী ও সমর্থকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও শ্রেণিপেশার বিত্তবান মানুষকেও এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত. উজান থেকে নেমে আসা ঢল আর ভারি বৃষ্টির কারণে দেশের অন্তত ১১টি জেলায় বন্যা দেখা দিয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫ লাখ মানুষ। এরইমধ্যে দুই নারীসহ অন্তত ১৩ জনের মৃত্যুর খবর এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App