দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে: জয়নুল আবদিন ফারুক
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম
জয়নুল আবদিন ফারুক। ছবি: ভোরের কাগজ
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশের সংস্কার করতে আমাদের আপত্তি নেই। কিন্তু আওয়ামী লীগ যাতে পুনরায় ক্ষমতায় এসে দেশের সংবিধান ও বিচার বিভাগকে ধ্বংস করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকায় তৃণমূল নাগরিক আন্দোলনের আয়োজনে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ফারুক।
জয়নাল আবেদিন বলেন, আওয়ামী লীগের হাতে বিপুল পরিমাণ অর্থ ও অস্ত্র রয়েছে, যা তারা দুর্নীতির মাধ্যমে অর্জন করেছে। তাদের কাছ থেকে এসব অস্ত্র উদ্ধার করা না গেলে, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন করা কঠিন হয়ে যাবে। তাই দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো স্ব-পদে বহাল আছে। এরা বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগকে নষ্ট করেছে এবং শেখ হাসিনার সহযোগিতায় দেশের বিপুল সম্পদ পাচার করেছে।
এই বিএনপি নেতা বলেন, তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনায় যুক্ত ছিল এবং সেই হামলার মাধ্যমে তারেক রহমানকে সাজা দিয়েছে। এরা এখনো দেশের বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে। এমন একটি নির্বাচন হওয়া উচিত, যেখানে শেখ হাসিনার অতীতের অপকর্মের পুনরাবৃত্তি ঘটবে না।
এ সময় কেন বেনজির আহমেদ ও জেনারেল আজিজকে আইনের আওতায় আনা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন ফারুক। তিনি বলেন, শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছেন। পররাষ্ট্র সচিব জানিয়েছেন, বিচার বিভাগ চাইলে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা যাবে। আমরা চাই, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হোক।
আরো পড়ুন: কারা অধিদপ্তরে ২ জেলারের পদোন্নতি
অবস্থান কর্মসূচিতে তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য আ. ক. ম. মোজাম্মেল, বিলকিস ইসলাম প্রমুখ।