এবার মানিক-ইনু-মেননের বিরুদ্ধে মামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৪:৩১ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে রাজাকার বলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরি মানিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলার বাকি দুইজন হলেন-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
আরো পড়ুন: রিমান্ডে ভয়ংকর তথ্য ফাঁস করলেন সালমান এফ রহমান
মামলায় অভিযোগ করা হয়, শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর চ্যানেল আই এর টকশো ‘মেট্রোসেম টু দ্যা পয়েন্টে’ জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন। গত বছরের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলের মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী।
২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেন।