সালমান এফ রহমানের বিষয়ে যে সিদ্ধান্ত নিল দুদক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৩:১৮ পিএম
ছবি: সংগৃহীত
ব্যাংকিং খাতের নানা অনিয়ম, দুর্নীতি আর লুটপাট নারী কেলেঙ্কারির অভিযোগে বাংলাদেশ এক্সপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংস্থাটির একটি সূত্রে যানা গেছে।
এর আগে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান সালমান এফ রহমান। পরে ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে একটি মাছ ধরার ট্রলারে করে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় একই ট্রলার থেকে গ্রেপ্তার করা হয় সাবেক আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক।
আরো পড়ুন: শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো যে কারণে কঠিন
সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন।